ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরও তিন আসামির জামিন

শিশু নির্যাতনের প্রতিবাদে পবায় আন্দোলন অব্যাহত

প্রকাশিত: ০৪:২৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

শিশু নির্যাতনের প্রতিবাদে পবায় আন্দোলন অব্যাহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ এলাকাবাসীর প্রতিবাদ ও আন্দোলনের মধ্যে রাজশাহীর পবায় দুই স্কুলছাত্র নির্যাতনের মামলায় আরও তিন আসামির জামিন দিয়েছে রাজশাহীর শিশু আদালত। এরা হলেন রাজ্জাক (৪৫), পলাশ (৩৫) ও অনিক (২১)। এদের মধ্যে রাজ্জাক ও পলাশ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আর অনিককে পুলিশ গ্রেফতার করে আদালতে চালান দিলে সেও জামিন আবেদন করেন। পবা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, উপজেলার দুয়ারি এলাকার একটি বাড়ি থেকে বুধবার গভীর রাতে পুলিশ অনিককে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে চালান দেয়া হয়। অনিক দুই স্কুলছাত্র নির্যাতনের ৫ নম্বর আসামি বলে জানান ওসি। রাজশাহী শিশু আদালতের এপিপি রাশেদ উন নবী আহসান বলেন, ১২টার দিকে অনিককে আদালতে তোলা হলে তার জামিন আবেদন করে আসামি পক্ষের আইনজীবী। একই সঙ্গে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করে আদালতে আত্মসমর্পণ করেন রাজ্জাক ও পলাশ। শুনানি শেষে শিশু আদালতের বিচারক হায়দার আলী সরকার তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এ নিয়ে দুই স্কুলছাত্র নির্যাতনের ঘটনায় ৮ আসামি জামিন পেলেন। এদিকে দুই শিশু নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবারও বিক্ষোভ করেছে এলাকাবাসী। ড্যাফোডিলে বিতর্ক প্রতিযোগিতা “চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি” সেøাগানকে প্রতিপাদ্য করে আয়োজিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব (ডিআইইউডিসি) জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রানার আপ হয়েছে। কলেজ পর্যায়ে সেন্ট যোশেফ কলেজের যোশেফাইট ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন ও সরকারী বিজ্ঞান কলেজের গবর্মেন্ট সাইন্স ডিবেটিং ক্লাব রানার আপ এবং স্কুল পর্যায়ে মতিঝিল আইডিয়াল স্কুল চ্যাম্পিয়ন ও সরকারী ল্যাবরেটরি স্কুল রানার আপ হয়েছে। আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যম্পাসে ১৩ ফেব্রুয়ারি আয়োজিত ডিআইইউডিসি জাতীয় বিতর্ক সমাপনী ও পুরস্কার বিতরণী এবং বসন্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ও জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ডাঃ দীপু মনি। সম্মানিত অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর এএমএম হামিদুর রহমান, সুশীল শীল প্রমুখ। -বিজ্ঞপ্তি পুলিশ অপহরণকারী বন্দুকযুদ্ধ ॥ অপহৃত কলেজছাত্র উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৮ ফেব্রুয়ারি ॥ শৈলকুপায় পুলিশ ও অপহরণকারীদের মধ্যে বন্দুকযুদ্ধে এক অপহরণকারী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় অপহৃত কলেজছাত্র আরিফুল ইসলামকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামের ইটভাটা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সেময় দুই পুলিশ কনস্টেবল আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সাটারগান উদ্ধার করে। শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম জানান, গত ১০ ফেব্রুয়ারি অপহরণকারীরা মহেশপুর উপজেলার লৈবুতলা গ্রামের আশাদুল ইসলামের ছেলে মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফুল ইসলামকে অপহরণ করে। পরে শৈলকুপা উপজেলার নলখোলা গ্রামে তাকে আটকে রেখে পরিবারের কাছে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানালে অপহরণকারীদের মোবাইল ফোন ট্র্যাকিং করে ভোরে অভিযান চালিয়ে নলখোলা গ্রাম থেকে আশরাফুল ইসলাম নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়। তাকে থানায় নিয়ে আসার সময় হরিহরা ইটভাঁটি এলাকায় পৌঁছালে অপহরণকারীকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও চালায় পাল্টা গুলি।
×