ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত সাত

প্রকাশিত: ০৪:২১, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় শরীয়তপুরে ছাত্র, কেরানীগঞ্জে যুবক, পটিয়ায় আরোহী, দামুড়হুদায় গৃহবধূ, নওগাঁয় ভ্যানচালক, সাভারে নারী ও কক্সবাজারে কলেজ ছাত্র নিহত হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। শরীয়তপুর ॥ বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় ডামুড্যা মুসলিম পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। নিহতের নাম মিজানুর রহমান তৌশিক। সে ডামুড্যা উপজেলার কাইলারা গ্রামের মৃত মহসিন উদ্দিন ঢালীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিজানুর রহমান তৌশিক ভেদরগঞ্জ-ডামুড্যা সড়ক দিয়ে বাইসাইকেলযোগে যাওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন প্রথমে তাকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন এবং ঢাকা নেয়ার পথেই সে মারা যায়। উল্লেখ্য, গত রমজান মাসে তৌশিকের বাবা মহসিন উদ্দিন ঢালী র‌্যাবের এএসআই পদে থেকে দায়িত্ব পালন করা অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। কেরানীগঞ্জ ॥ কেরানীগঞ্জে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও ৬ জন আহত হয়েছেন। নিহতের নাম মোঃ আলী হোসেন (৩০)। আহতরা হলেন কবির, আলমগীর, ওমর আলী, বাদল, ইউসুফ ও অজ্ঞাতনামা ১ জন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জে ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ের সামনে এক পথচারীকে চাপা দেয় ঢাকা থেকে আব্দুল্লাহপুরগামী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই ঐ পথচারী মারা যায়। পটিয়া ॥ চট্টগ্রামের পটিয়ায় পুলিশের চেকপোস্টে গাড়িচাপায় এক মোটরসাইকেল আরাহী নিহত হয়েছেন। নিহতের নাম আজাদ (২৭)। তার বাড়ি পার্বত্য চট্টগ্রাম বান্দরবানে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা শাওন (২৮) নামের অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া নতুন বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দামুড়হুদা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে ভালাইপুরে আলমসাধু উল্টে চামেলী খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত চামেলী খাতুন জেলার দামুড়হুদা উপজেলার রামনগর-কলাবাড়ী গ্রামের শামীম আলীর স্ত্রী। বৃহ¯পতিবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নওগাঁ ॥ পোরশায় মাইক্রোবাসের ধাক্কায় গোলাম মোস্তফা (৩৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। সে উপজেলার সোহাতি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। জানা গেছে, বুধবার রাত ৮টায় সে সুতরইল মোড় থেকে ভ্যান চালিয়ে নিজ বাড়িতে আসার সময় পোরশা ডিগ্রী কলেজের পশ্চিম রাস্তায় সরাইগাছিগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সাভার ॥ আশুলিয়ায় একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে আইলান্ডের ওপরে উঠে উল্টে এক নারী নিহত হয়েছে। এ সময় দুই শিশুসহ আহত হয়েছে ২০ জন । বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার সাভার ক্যান্টনমেন্ট বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রউফ গেটের সামনে এ দুর্র্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালের ভর্তি করা হয়েছে। জানা গেছে, সকালে নবীবনগর বাসস্ট্যান্ড থেকে ‘সৈকত’ পরিবহনের একটি যাত্রীবাহী লেগুনা রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর যাওয়ার জন্য রওনা দেয়। লেগুনাটি বীরশ্রেষ্ঠ শহীদ মুন্সী আব্দুর রউফ গেটের সামনে পৌঁছলে একটি ট্রাক যাত্রীবাহী লেগুনাটিকে চাপা দেয়। লেগুনার ভেতরে থাকা ২১ যাত্রী আহত হয়। এদের সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে খাদিজা (২৫) নামের এক নারীর মৃত্যু হয়। কক্সবাজার ॥ রামুতে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত এবং ২ জন আহত হয়েছে। হতাহত ৩জনই মোটর সাইকেল আরোহী। বৃহস্পতিবার দুপুরে রামুর জোয়ারিয়ানালা রবার বাগান লাটি মৌলভীর টেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম (২২) কক্সবাজার সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং কক্সবাজার দক্ষিণ বাহারছড়ার আবদুল হাকিমের পুত্র।
×