ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে সেচে বাড়তি টাকা ॥ প্রতিবাদে বিক্ষোভ ঘেরাও

প্রকাশিত: ০৪:২১, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহীতে সেচে বাড়তি টাকা ॥ প্রতিবাদে বিক্ষোভ ঘেরাও

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বোরো ক্ষেতে অগভীর নলকূপের ফি বৃদ্ধির প্রতিবাদে তানোরে বিক্ষোভ মিছিল ও উপজেলা চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করেছে কৃষকরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কোয়েলসহ আশপাশের দুই শতাধিক কৃষক বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে চেয়ারম্যানের অফিস ঘেরাও করেন। এ সময় চেয়ারম্যান এমরান আলী মোল্লা সেচচার্জ কমানোর প্রতিশ্রুতি দিলে শান্ত হন কৃষকরা। তবে কৃষকরা আবারও মিছিল নিয়ে উপজেলা কৃষি অফিস, বিএমডিএ অফিসসহ তানোর পল্লী বিদ্যুত অফিস ঘেরাও করে। কৃষকরা জানান, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল মৌজায় স্থাপিত ৭টি অগভীর নলকূপ অপারেটররা চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে বিঘা প্রতি সাড়ে ৩ হাজার টাকা হিসেবে সেচ চার্জ নির্ধারণ করেন। এ ঘটনায় এলাকার কৃষকরা সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা সেচ কমিটির সভায় অগভীর নলকূপে বোরো মৌসুমে বিঘা প্রতি সর্বোচ্চ ২ হাজার টাকা নির্ধারণ করে অগভীর নলকূপ অপারেটরদের কাছে নোটিস পাঠানো হয়। তবে কোয়েল গ্রামের নলকূপ মালিক জানে আলম, একই গ্রামের শুকুর আশরাফুল ইসলাম, মিজানুর রহমান, কাউসার আলী, আব্দুস সামাদ, আকতারুজ্জামান ও সাইফুর রহমান সেচ কমিটির নির্দেশ সমান্য করে কৃষকদের কাছ থেকে বিঘা প্রতি সাড়ে ৩ হাজার টাকা করে আদায় করছেন। টাকা না দেয়ায় কৃষকদের জমিতে পানি দিচ্ছেন না ওই অগভীর নলকূপ মালিকরা। কৃষক রেজাউল ইসলাম বলেন, অগভীর নলকূপ অপারেটরা বিঘাপ্রতি সাড়ে ৩ হাজার টাকা নির্ধারণ করায় তাদের খরচ দিগুণ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত টাকা না দেয়ায় সেচ বন্ধ করে দিয়েছে অপারেটররা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) তানোর জোনের সহকারী প্রকৌশলী ও উপজেলা সেচ কমিটির সদস্য সচিব শরিফুল ইসলাম বলেন, অপারেটরদের ২ হাজার টাকা নেয়ার জন্য বলা হয়েছে যদি তারা না মানে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তানোর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা সেচ কমিটির সভাপতি এমরান আলী মোল্লা বলেন, সেচ কমিটির সভায় বিঘাপ্রতি ২ হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে। এরবেশী টাকা আদায় করা হলে অপারেটরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আশুলিয়ায় গ্যাসের অবৈধ সংযোগ বিছিন্ন নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৮ ফেব্রুয়ারি ॥ আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানাধীন দোসাইদ ও পলাশবাড়ি এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট ফাহাদ পারভেজ বসুনীয়ার নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। এ সময় কয়েক শ’ ফুট অবৈধ গ্যাস পাইপ লাইন বিছিন্ন করে মাটির নিচ থেকে উঠানো হয়। অভিযানে তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তাসহ আশুলিয়া থানা পুলিশও উপস্থিত ছিল। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ পারভেজ বসুনীয়া জানান, অভিযানে অবৈধ গ্যাস সংযোগের কয়েক শ’ ফুট পাইপ জব্দ করা হয়। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রামে পিকনিকের বাসে ককটেল হামলা ॥ আহত ১ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সরকারী কলেজের শিক্ষার্থীদের পিকনিকের বাসে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন এক শিক্ষার্থী। নগরীর রাহাত্তারপুল এলাকায় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এ ককটেল হামলার জন্য ছাত্র শিবিরকে দায়ী করেছে ছাত্রলীগ। চকবাজার থানার এসআই রাজু আহমেদ গাজী জানান, চট্টগ্রাম সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পিকনিকের ৩টি বাস সকাল সাড়ে ৮টার দিকে যাত্রা করে বান্দরবানের উদ্দেশে। বাস তিনটি রাহাত্তারপুল এলাকায় এলে একটি বাসের বাইরের দিকে আঘাত হানে দূর থেকে ছোড়া একটি ককটেল।
×