ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাউফলে দুই নৃশংস ঘটনা

প্রকাশিত: ০৪:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

বাউফলে দুই নৃশংস ঘটনা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৮ ফেব্রুয়ারি ॥ নেশার টাকার জন্য ইট দিয়ে পিটিয়ে মায়ের পা ভেঙ্গে দিয়েছে এক মাদকাসক্ত ছেলে। ক্ষুব্ধ জনতা ওই ছেলেকে ধরে উত্তম মধ্যম দিয়ে সড়কের পাশে একটি লোহার খুঁটির সঙ্গে দু’হাত পিছমোরা করে সকাল থেকে বিকেল পর্যন্ত বেঁধে রাখে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। জানা গেছে, বাউফল পৌর শহরের ৯নং ওয়ার্ডের গাজী সড়কের বাসিন্দা আফছের আলী গাজীর মাদকাসক্ত ছেলে মাসুম বিল্লাহ (৩০) নেশার টাকার জন্য তার বাবা-মাসহ প্রতিবেশীদের ওপর চড়াও হতো। বাড়ি-ঘর ভাংচুর করত। ঘটনার দিন সকাল ৭টার দিকে মাসুম বিল্লাহ নেশার জন্য তার মা রাহেলা বেগমের কাছে টাকা চায়। রাহেলা বেগম টাকা দিতে অস্বীকৃতি করলে মাসুম বিল্লাহ একটি ইট দিয়ে পিটিয়ে তার মায়ের ডান পা ভেঙ্গে দেয়। এরপর তিনি নিজর ঘরসহ আতাহার গাজী ও আবুল গাজীর ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ খবর পেয়ে পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আল মামুনসহ কয়েক বিক্ষুব্ধ জনতা মাসুম বিল্লাহকে ধরে উত্তম মধ্যম দিয়ে বাউফল-কালাইয়া সড়কের ঋষিবাড়ির সামনে একটি লোহার খুঁটির সঙ্গে দু’হাত পিছমোরা করে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বেধে রাখে। পরে তার বাবা এসে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়। এদিকে বাউফলের কেশবপুর ডিগ্রী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ রবিন খানের (২৬) দুই পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকালে ধূলিয়া ইউপির ব্যাঙের বাজার এলাকার এ ঘটনা ঘটেছে। আহত রবিনকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে ঘটনার দিন সকাল ৯টার দিকে অপরিচিত দুই যুবক মটর সাইকেলে বািড় এসে রবিনকে অস্ত্র ঠেকিয়ে ধূলিয়া ইউপির ব্যাঙের বাজার এলাকার নিয়ে যায়। সেখানে নাসির সিকদারের ছেলে তারেকের নেতৃত্বে ৬-৭ সন্ত্রাসী তার দুই পা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙ্গে ফেলে এবং ডান হাত রামদা দিয়ে কুপিয়ে যখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে এনে ভর্তি করে। ব্রাহ্মণবাড়িয়ায় ৮ ককটেল বিস্ফোরণ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থানে দুই দফা ককটেল হামলা চালানো হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরনো কাছারি এলাকায় পর পর ৫টি ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। বৃহষ্পতিবার বিকেল ৫টায় শহরের কোর্ট রোডের গোলাপ রেস্ট হাউস এলাকায় থেকে থেমে ৩টি ককটেল বিস্ফেরণ ঘটে। এ সময় মুহূর্তের মধ্যে পথচারী ও ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিগি¦দিক পালাতে থাকে। স্থানীয় সুত্র জানায়, আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক এসব ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়েছে।
×