ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানির ৪৪৭ কোটি টাকা মুনাফা

প্রকাশিত: ০৪:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানির ৪৪৭ কোটি টাকা মুনাফা

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ৬০তম বার্ষিক সাধারণ সভা কোম্পানি বোর্ডের চেয়ারম্যান এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা-১২০৭-এ অনুষ্ঠিত হয়। ২০১৪-১৫ অর্থবছরে প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামজাত দ্রব্যাদি বিক্রয় এবং অন্যান্য খাতের আয়সহ কোম্পানির মোট রাজস্ব আয় ছিল ৩,২১১.৬৭ কোটি টাকা, যা থেকে সম্পূরক শুল্ক ও ভ্যাট এবং যাবতীয় ব্যয় পরিশোধ করার পর কোম্পানি মোট ৪৪৭.১০ কোটি টাকা করোত্তর মুনাফা অর্জন করে। আলোচ্য অর্থবছরে কোম্পানি সম্পূরক শুল্ক ও ভ্যাট, ডিএসএল, লভ্যাংশ এবং আয়কর বাবদ মোট ২,২৮৪.২৯ কোটি টাকা সরকারী কোষাগারে জমা করেছে। আলোচ্য অর্থবছরে বিজিএফসিএলের পাঁচটি ফিল্ডের ৩৮টি কূপ হতে দৈনিক গড়ে প্রায় ৮১৫.৫৩ মিলিয়ন ঘনফুট হারে মোট ২,৯৭,৬৬৯.৪৩৩ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা হয়েছে, যা দেশের মোট গ্যাস উৎপাদনের প্রায় ৩০ শতাংশ এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিসমূহের মোট উৎপাদনের শতকরা ৮০ ভাগ। পাশাপাশি গ্যাসের উপজাত হিসেবে এ বছরে কোম্পানির কনডেনসেট উৎপাদনের পরিমাণ ছিল ২,৮৪,৬৮,৪৭৩ লিটার বা ১,৭৯,০৬০ ব্যারেল। -বিজ্ঞপ্তি হবিগঞ্জে প্রাণ-আরএফএল হবিগঞ্জের ওলিপুরে আধুনিক কারখানা স্থাপনের মাধ্যমে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ। ২০১৪ সালের মার্চে শায়েস্তাগঞ্জে এ কারখানাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। গত দুই বছরে এখানে ১২ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে এলাকার সামাজিক সূচকের গুরুত্বপূর্ণ উন্নয়ন সাধিত হয়েছে। বৃহস্পতিবার হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল এসব কথা বলেন। তিনি জানান, কারখানায় শ্রমিক-কর্মচারীদের জন্য নিরাপদ খাদ্য, স্বাস্থ্য, পরিষ্কার-পরিছন্নতাসহ নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে প্রাণ-আরএফএল গ্রুপ। পাশাপাশি নারীর ক্ষমতায়ন, বৈষম্য প্রতিরোধ ও কারখানায় নারীবান্ধব পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছে দেশের অন্যতম এ প্রতিষ্ঠানটি। খাদ্য এবং প্লাস্টিক পণ্যের বাইরে নতুন কিছু পণ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে হবিগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপিত হয় বলে জানান কামরুজ্জামান কামাল। ৬৫০ বিঘা এলাকাজুড়ে অবস্থিত এ কারখানায় চালু আছে ২৮টি প্রোডাকশন লাইন। নিজস্ব বিদ্যুত উৎপাদন ও বর্জ্য ব্যবস্থাপনার রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ব্যবস্থা। এ কারখানায় লিকুইড গ্লুকোজ, বিস্কুট, বেভারেজ, কনফেকশনারি, ইলেক্ট্রিক কেবল, ইলেক্ট্র্রনিক্স, মেলামাইন, বাইসাইকেল, পিভিসি, মল্ডেড প্লাস্টিক, এমএস ও জিআই পাইপ, টেক্সটাইল ও টয়লেট্রিজসামগ্রী উৎপাদিত হচ্ছে। -বিজ্ঞপ্তি এক বছরের মধ্যে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি যুক্তরাজ্যে জ্বালানির অব্যাহত দরপতনের মধ্যেও জানুয়ারিতে গত এক বছরের মধ্যে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি হয়েছে যুক্তরাজ্যে। দেশটির ভোক্তা মূল্য সূচক অনুযায়ী, গত মাসে শূন্য দশমিক ৩ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। এই হার লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও এতে সন্তুষ্ট দেশটির নীতিনির্ধারকরা। ব্রিটিশ সরকার চলতি বছরের জন্য ২ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। যদিও দেশটির কেন্দ্রীয় ব্যাংক বলছে মূল্যস্ফীতি হার ১ শতাংশের নিচে থাকবে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, মূল্যস্ফীতির নিম্নহার ব্যাংক অব ইংল্যান্ডকে সুদের হার বাড়াতে উৎসাহিত করতে পারে। -অর্থনৈতিক রিপোর্টার সম্প্রসারণশীল নীতিতে যাচ্ছে ইসিবি মূল্য সংকোচন পরিস্থিতির উন্নতি না হলে আগামী মার্চে সম্প্রসারণশীল নীতি গ্রহণ করবে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি। বেলজিয়ামের ব্রাসেলসে ইসিবির প্রেসিডেন্ট মারিও দ্রাঘি এ কথা জানান। ইসিবির প্রেসিডেন্ট মারিও দ্রাঘি বলেন, ‘কিছু কিছু ব্যাংক এখনও চ্যালেঞ্জের মুখে থাকলেও এ অঞ্চলের ব্যাংকিং খাত ২০১২ সালের মন্দা থেকে বের হয়ে এসেছে।’ চলতি বছরের শুরুতে ইউরোর মান বেড়েছে ৩ শতাংশ পর্যন্ত। কিন্তু ইউরো জোনের পুঁজি বাজার দর হারিয়েছে প্রায় ১৩ শতাংশ। মূলত নিত্যপণ্যের অব্যাহত দরপতন ও ব্যাংকগুলোর কঠিন নিয়ম-নীতির কারণে বিনিয়োগকারীরা দুশ্চিন্তায় থাকায় শেয়ারবাজার সূচক হারিয়েছে বলেও মনে করে ইসিবি। -অর্থনৈতিক রিপোর্টার
×