ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারী প্রতিষ্ঠানে ই-গবর্নেন্স চালুর আহ্বান অর্থমন্ত্রীর

প্রকাশিত: ০৪:১৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

সরকারী প্রতিষ্ঠানে ই-গবর্নেন্স চালুর আহ্বান অর্থমন্ত্রীর

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারী প্রতিষ্ঠানে ই-গবর্নেন্স চালু করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ- ২০২১’ বাস্তবায়নে সকল সরকারী প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সকল ক্ষেত্রে ই-গবর্নেন্স প্রতিষ্ঠা করতে হবে। বৃহস্পতিবার ‘ই-রিসোর্স ম্যানেজমেন্ট : চ্যালেঞ্জেস ফর ইনফরমেশন প্রফেশনাল চেঞ্জিং এনভায়রনমেন্ট’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো কার্যক্রমের গতি বাড়াতে ই-গবর্নেন্সে রূপান্তরের পরিকল্পনা নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশে সরকারী সকল প্রতিষ্ঠান ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। বেশির ভাগ মন্ত্রণালয় ও বিভাগ ই-গবর্নেন্স বাস্তবায়নের সামর্থ্য রাখে। এ সময় তিনি ই-গবর্নেন্স প্রতিষ্ঠায় সহযোগিতা প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান। মুহিত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আগামী প্রজন্মকে তথ্যপ্রযুক্তি নির্ভর একটি ডিজিটাল বাংলাদেশ উপহার দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। অনেক সীমাবদ্ধতা থাকার পরও দেশকে একটি ডিজিটাল বাংলাদেশে পরিণত করার নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে শেখ হাসিনা সরকার তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে সব ধরনের সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি। ভূমিস্বল্পতার কারণে মাছ চাষ ও পশুপালনে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের তাগিদ দিয়ে তিনি বলেন, আমরা মাছ চাষে তাৎপর্যপূর্ণ সফলতা অর্জন করেছি এবং আমাদের এখন পশুপালনেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। মাসে ৪৪ হাজার প্রবাসী কাজ পেয়েছে সৌদি আরবে অর্থনৈতিক রিপোর্টার ॥ তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবে গত বছরের শেষ ৬ মাসে মোট ২ লাখ ৫৬ হাজার ৬০০ প্রবাসী শ্রমিক চাকরি পেয়েছেন। এ হিসাবে প্রতি মাসে ৪৪ হাজার ১০০ প্রবাসী কাজ পেয়েছেন। দেশটির পরিসংখ্যান দফতরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তথ্য মতে, সৌদি আরবে এখন প্রবাসী শ্রমিক ১ কোটি ১৪ লাখ জন। যা মোট কর্মজীবীর ৫৬.৭ শতাংশ। অন্যদিকে সৌদির রয়েছে ৪৩.৩ শতাংশ বা ৪৯ লাখ ৮০ হাজার কর্মী। হালনাগাদ তথ্যের বরাত দিয়ে আরব নিউজের খবরে বলা হয়, নতুন করে হাজার হাজার মানুষ চাকরি পাওয়ায় দেশটিতে এখন বেকারত্বের হার ১১.৬ শতাংশ থেকে নেমে ১১.৫ শতাংশে অবস্থান করছে। প্রসঙ্গত, ২০১৫ সালে প্রথমার্থে দেশটিতে মাসিক হিসেবে প্রবাসী বেকার ছিল ৩৫ হাজার ৫০০ জন। শেষ ৬ মাসে ২৩০০ জন করে কমে বর্তমানে তা অবস্থান করছে ৩৩ হাজার ২০০ জনে। উল্লেখ, সৌদি আরবে বিভিন্ন পেশায় প্রায় ১৩ লাখ বাংলাদেশী কর্মরত আছেন। সাত বছর বন্ধ থাকার পর ২০১৫ সালে নারীকর্মী পাঠানোর মধ্য দিয়ে সৌদি আরবে বাংলাদেশী জনশক্তি রফতানি বাজার উন্মুক্ত হয়।
×