ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জঙ্গীদের জন্য বিশেষ কারাগার হবে কেনিয়ায়

প্রকাশিত: ০৪:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

জঙ্গীদের জন্য বিশেষ কারাগার হবে কেনিয়ায়

সহিংস উগ্রপন্থীদের আটকে রাখার জন্য বিশেষ কারাগার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুর কেনিয়াত্তা। ফলে সমাজে জিহাদী জঙ্গীদের উগ্রমতাদর্শ প্রচার প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসির। দেশটির সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজনদের কোন অভিযোগ ছাড়াই দীর্ঘসময় আটক রাখতে পারে। ইসলামী জঙ্গীগোষ্ঠী আল-শাবাবের সঙ্গে সম্পৃক্ত দেশের অভ্যন্তরে গজিয়ে ওঠা জঙ্গীদের বিরুদ্ধে লড়াই করছে কেনিয়া। আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী আল কায়েদার একটি অংশ আল-শাবাব। জঙ্গী-জিহাদীদের সীমান্ত পাড়ি দিয়ে হামলা প্রতিরোধ ও অপহরণ ঠেকাতে ২০১১ সালে প্রতিবেশী সোমালিয়ায় সেনা পাঠায় কেনিয়া। কারাগারের দুই হাজারের বেশি ওয়ার্ডেনের প্যারেডে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট কেনিয়াত্তা বলেন, কারাগারের সুবিধা বাড়ানোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হবে। তবে কবে এবং কোথায় এ কারাগার স্থাপন করা হবে সেই বিষয়টি পরিষ্কার করে বলেননি কেনিয়াত্তা। কেনিয়ায় বেশ কয়েকটি ভয়াবহ হামলা চালিয়েছে আল-শাবাব। ২০১৫ সালের ২ এপ্রিল সোমালিয়ার সীমান্তবর্তী গারিসা ইউনিভার্সিটিতে এই জঙ্গীগোষ্ঠীটির হামলায় ১৪৭ জন নিহত হন। এর আগে, ২০১৩ সালে নাইরোবিতে একটি শপিং সেন্টারে আল-শাবাবের হামলায় ৬৮ জন নিহত হন। আল-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘ সমর্থিত আফ্রিকান ইউনিয়নের শক্তিশালী ২২ হাজার রক্ষীর মধ্যে কেনিয়ার সেনা সংখ্যা চার হাজার। দেবতা হনুমানের বিরুদ্ধে সমন ভারতে দেবতা হনুমানের বিরুদ্ধে এবার সমন জারি করেছে বিহারের একটি আদালত। হনুমানের পূজা হয় এমন একটি মন্দির সেখানকার ট্রাফিক চলাচলে মারাত্মক বিঘœ ঘটানোয় সেটি ঐ স্থান থেকে সরিয়ে নেয়া প্রয়োজন এমন আবেদনের প্রেক্ষিতে আদালত সমনজারি করে এবং সনাতন ধর্মানুসারীদের অন্যতম দেবতা হনুমানকে আদালতে হাজির হতে নির্দেশ দেয়। আদালতের কর্মীরা আদেশটি মন্দিরের দেবতা হনুমানের গায়ে লাগিয়ে দিয়েছে। - বিবিসি থ্রিডি প্রিন্টারে মানুষের নাক-কান থ্রিডি প্রিন্টিং টেকনোলজিতে সাফল্যের সঙ্গে জীবন্ত কোষ প্রতিস্থাপন করলেন মার্কিন বিজ্ঞানীরা। উত্তর ক্যারোলাইনার ওয়েক ফরেস্ট ব্যাপটিস্ট মেডিক্যাল সেন্টারে এই গবেষণা চলছে। এই টিসুগুলো ভবিষ্যতে রোগীর শরীরে প্রতিস্থাপন করা হবে। বর্তমানে সেই প্রক্রিয়া বাস্তবায়নের চেষ্টা চলছে। বিজ্ঞানীরা এই প্রিন্টারে কার্টিলেজ, হাড় ও মাসল তৈরি করতে সক্ষম। - ওয়েবসাইট
×