ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

র‌্যাবের অভিযানে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সীলগালা, ২ জনকে জরিমানা

প্রকাশিত: ০৮:২২, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

র‌্যাবের অভিযানে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সীলগালা, ২ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাবের অভিযানে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, দুইজনকে জেল-জরিমানা, তিন ভুয়া ডিবিকে বিভিন্ন মেয়াদে সাজা এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট প্রদানকারীদের জেল-জরিমানার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা বাজারে কেরানীগঞ্জ নার্সিং হোম এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং জিনজিরা ডায়াগনস্টিক এ্যান্ড মেডিক্যাল সেন্টারে অভিযান চালায় র‌্যাব-১০-এর ভ্রাম্যমাণ আদালত। বেআইনীভাবে সেবাকেন্দ্র দুটি চালানোর দায়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান কেরানীগঞ্জ নার্সিং হোম এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক জাকির হোসেনকে (৬৫) ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদ-, অপর প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেন দীপুকে (৩১) সমপরিমাণ জরিমানা ও সাজা প্রদান করেন। প্রতিষ্ঠান দুটি সিলগালা করে দেয়া হয়েছে। ওয়ারীতে তিন ভুয়া ডিবি পুলিশকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‌্যাব-৩-এর ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বুধবার রাতে মালিবাগ ডিআইটি রোডের ১০৯ নম্বর বাড়িতে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। জাল সার্টিফিকেট প্রদানের দায়ে কয়েকজনকে জেল-জরিমানার করা হয়।
×