ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দঃ এশিয়ার চার দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৮:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

দঃ এশিয়ার চার দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে ॥ তোফায়েল

সংসদ রিপোর্টার ॥ দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে চারটি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বাণিজ্য ঘাটতি রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে। বাকি তিনটি দেশের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে বাংলাদেশের। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জাসদের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নেই। কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্তও রয়েছে। আফগানিস্তান, মালদ্বীপ ও নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। নেপালের সঙ্গে সবচেয়ে বেশি উদ্বৃত্ত রয়েছে। নেপালে বাংলাদেশ রফতানি করে ২৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। আর নেপাল থেকে বাংলাদেশ আমদানি করে ১১ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে ১৩ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার।
×