ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মীর কাশেম আলীর আপীলের পরবর্তী যুক্তিতর্ক ২৩ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৭:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

মীর কাশেম আলীর আপীলের পরবর্তী যুক্তিতর্ক ২৩ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদ-প্রাপ্ত বদর বাহিনীর তৃতীয় শীর্ষ নেতা তৎকালীন ইসলামী ছাত্র সংঘের সাধারণ সম্পাদক, চট্টগ্রামের বাঙালী খান, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাশেম আলীর মামলায় রায়ের বিরুদ্ধে করা আপীলের ওপর আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু হয়েছে। এ মামলায় পরবর্তী যুক্তিতর্কের জন্য ২৩ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট আপীল বেঞ্চ এ আদেশ প্রদান করেছেন। বেঞ্চে অন্যান্য বিচারপতি হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। এদিকে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আশা করছেন, আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে এ মামলার শুনানি শেষ হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে মীর কাশেমের আপীলের ওপর ৯ ফেব্রুয়ারি শুনানি শুরু হয়।
×