ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট বিল পাস

প্রকাশিত: ০৭:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট বিল পাস

সংসদ রিপোর্টার ॥ দেশে-বিদেশে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সুযোগ সৃষ্টির জন্য ৮৫ কোটি ৯৫ লাখ টাকার তহবিল পরিচালনার বিধান রেখে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন-২০১৬ পাস হয়েছে জাতীয় সংসদে। বুধবার রাতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বিলটি উত্থাপনে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলটির উপর বিরোধী দলীয় সদস্যদের দেয়া জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। তবে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের কয়েকটি সংশোধনী বিল গৃহীত হয়।
×