ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে মাহফিলে সংঘর্ষে আহত ১২

প্রকাশিত: ০৫:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

লক্ষ্মীপুরে মাহফিলে সংঘর্ষে আহত ১২

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৭ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার আটিয়াতলী দায়রায়ে মোহাম্মদিয়ায় বাৎসরিক মাহফিলে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছে। মঙ্গলবার রাত প্রায় ১১টায় এ ঘটনা ঘটেছে। সোমবার থেকে দায়রা মোহাম্মদিয়ার পীর রফিক উল্যার আয়োজনে তিনদিনব্যাপী বার্ষিক জিকির ও দোয়ার মাহফিল চলাবস্থায় বহিরাগত কতিপয় বখাটে মাতলামি করার সময় স্থানীয়রা তাতে বাধা দেয়। উল্লেখ্য, অনেক বছর থেকে সেখানে এলাকাবাসী তথা দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এ নিয়ে স্থানীয় সোয়ান ও শুভর সাথে বহিরাগত তারেক এবং শাকিল নামে যুবকদের তর্কাতর্কির এক পর্যায়ে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা, মারধর ও ধাওয়া শুরু করে। এতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে উভয় পক্ষের জামিল, তারেক, রাব্বি, শাকিল, শুভ ও সোয়ানসহ ১২ জন আহত হয়। ঝিনাইদহে আহত ৬ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ থেকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। বুধবার সকাল ৮ টার দিকে সদর উপজেলার ফটিকখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফটিকখালী গ্রামের ইটভাঁটি শ্রমিক ঠান্ডু মিয়া তার ট্রলিতে মাটি নিয়ে যাচ্ছিলেন। সে সময় একই গ্রামের আজিজুর রহমান ও আব্দুল মজিদ রাস্তা দিয়ে ট্রলি নিতে বাধা দেন। এতে উভয়ের মধ্যে বাকবিত-া হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন লাঠিসোটা, ঢাল, ভেলা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হয়। কুড়িগ্রামে বিয়েতে আহত ৩ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে জানান, কুড়িগ্রামে বিয়ে অনুষ্ঠানে বর-কনেকে মালা বরণ নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩জন আহত হয়েছে। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতেই বাড়িতে নেয়া হয়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সুমীর (১৩) সাথে শহীদুল ইসলামের বিয়েতে প্রথমে বাকবিত-া ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বাল্যবিয়ে প্রতিরোধে ক্যাম্পিং নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৭ ফেব্রুয়ারি ॥ কালীগঞ্জে বাল্যবিয়ে প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাজার ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদফতরের বাস্তবায়নে বুধবার দুপুরে স্থানীয় দোলানবাজার এলাকায় এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। গাজীপুর মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা লেডিস ক্লাবের সভাপতি সোহেলী সুলতানা লিপি, খাইরুল আলম প্রমুখ। পাবনায় ৭ দিনব্যাপী একুশে উৎসব নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৭ ফেব্রুয়ারি ॥ সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সরকারী এডওয়ার্ড কলেজের আয়োজনে ৭ দিনব্যাপী একুশে উৎসব বুধবার শুরু হয়েছে। এডওয়ার্ড কলেজ স্মৃতিস্তম্ভ চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার। সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্ব করেন।
×