ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা ॥ স্বামী আটক

প্রকাশিত: ০৫:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

গোবিন্দগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যা ॥ স্বামী আটক

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৭ ফেব্রুয়ারি ॥ কাটাবাড়ী ইউনিয়নের আশকুর গ্রামে আঞ্জুয়ারা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে মঙ্গলবার সন্ধ্যায় পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আঞ্জুয়ারার স্বামী মনির হোসেনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ উপজেলা কাটাবাড়ী ইউনিয়নের আশকুর গ্রামের নুর হোসেনের ছেলে মনির হোসেনের সঙ্গে পার্শ¦বর্তী দুধিয়া গ্রামের আয়েজ উদ্দিনের মেয়ে আঞ্জুয়ারা বেগমের প্রায় ১৬ বছর আগে বিয়ে হয়। মনির হোসেন বিভিন্ন প্রকার নেশা করায় তাদের মধ্যে সব সময় ঝগড়া বিবাদ লেগে থাকত। মঙ্গলবার বিকেলে আঞ্জুয়ারা ও মনির হোসেনের সঙ্গে ঝগড়া লাগে। ঝগড়ার এক পর্যায়ে মনির হোসেন আঞ্জুয়ারাকে বেধড়ক মারপিট করে। এতে আঞ্জুয়ারা গুরুতর আহত হলে সন্ধ্যায় আঞ্জুয়ারা মারা যায়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হলে পুলিশ মনির হোসেনকে আটক করে। মাগুরার ভ্যানচালক নিজস্ব সংবাদদাতা, মাগুরা থেকে জানান, বুধবার সকালে মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামের কৃষি ক্ষেত থেকে নাসিন ম-ল (৪৬) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। এলাকাবাসী মাঠের মধ্যে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত নাসির জারিয়া গ্রামের আপেল ম-লের ছেলে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, সকালে শ্রীপুরের জারিয়া গ্রামের মাঠের মধ্যে নাসিরের লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত ১০টার পর থেকে সে নিখোঁজ ছিল। নিহত নাসিন ম-ল মাথা, ঘাড়, কপালসহ একাধিক স্থানে কোপের চিহ্ন রয়েছে ও অ-কোষ কেটে ফেলা হয়েছে। হত্যাকা-ের কারণ জানা যায়নি। কক্সবাজারে দোকান কর্মচারী স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে জানান, শহরের বাজারঘাটায় আব্দুল অদুদ নামে এক দোকান কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে শহরের বাজারঘাটা মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় শয়নকক্ষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার দুপুরে মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাটিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। নিহত আব্দুল অদুদ চট্টগ্রামের সাতকানিয়ার মোঃ সোলাইমানের পুত্র। সে বাজারঘাটার জিলানী ট্রেডার্সের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
×