ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

টুকরো খবর

বন্দুকযুদ্ধে ডাকাত নিহত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীতে দুই ডাকাত গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে একজন সদস্য মারা গেছে। মঙ্গলবার মধ্যরাতে মহেশখালী মাতারবাড়ি সংযোগ সড়কের কাছে এ ঘটনা ঘটেছে। রাত ১২টায় লুণ্ঠিত ভাগভাটোয়ারা ও আধিপত্যকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। মোরাদ নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে। ব্যবসায়ীর টাকা ছিনতাই স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর হাসপাতাল রোডে মঙ্গলবার রাতে মোটরসাইকেলযোগে ব্যারিকেড দিয়ে ফিল্মিস্টাইলে ব্যবসায়ীকে মারধর করে ৬ লাখ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে অজ্ঞাতনামা তিন ছিনতাইকারী। অনামীলেন রোডের সিয়াম প্রিন্টাসের স্বত্বাধিকারী হাসান জানান, মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ৬ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে হাসপাতাল রোড এলাকার বাসার উদ্দেশে রওয়ানা হন। বাসার সন্নিকটে একটি মোটরসাইকেলযোগে তিন ছিনতাইকারী ব্যারিকেড দিয়ে তাকে মারধর করে হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ১৪ শিক্ষার্থী বহিষ্কার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার, গুম ও হত্যার হুমকি এবং গেটে তালা দিয়ে শিক্ষার্থীদের জিম্মি করার দায়ে বুধবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিস পাঠানোর সিদ্ধান্ত গৃহিত হয়। শিক্ষার্থীরা হলেন, বিবিএ’র সুমন সুত্রধর, আবুল হাসনাত শুভ, সাইফুল আলম রাহেল, আব্দুল কাদের জেবু, হিমেল দাশ, অভিত রায় ঝলক, আলমগীর হোসেন খান, কৃষাণ বিশ্বাস, এলএলবি’র রুবেল মিয়া, আক্তারুজ্জামান ইমন, ইংরেজীর জাফর আহমেদ, মুহিউদ্দিন, সিএসই’র রাজু পাঠান, হাওনান আহমদ নাহিয়ান। অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৭ ফেব্রুয়ারি ॥ মঙ্গলবার রাতে মান্দা ও রাণীনগরে অগ্নিকা-ে ৪ লক্ষাধিক টাকার সম্পদসহ ২টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। সেই সঙ্গে ৬টি গরুসহ গৃহস্বামী অগ্নিদগ্ধ হয়েছে। রানীনগর উপজেলার রাতোয়াল শোলারপাড় গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এতে ৩টি গরুসহ গৃহস্বামী অগ্নিদগ্ধ হয়েছে। এখানে ভস্মীভূত হয়েছে প্রায় লক্ষাধিক টাকার মালামাল। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে হঠাৎ করেই ওই গ্রামের আব্দুল মজিদের বাড়িতে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা চিৎকার শুরু করে। এতে বাড়ির মালিক আব্দুল মজিদ ঘুম থেকে জেগে ওঠে গোয়াল ঘর থেকে গরু বের করার সময় তিনি আগুনে দগ্ধ হন। এ সময় ৩টি গরুও দগ্ধ হয়েছে বলে জানায় তারা। অপরদিকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভরট্ট শিবনগর গ্রামে জনৈক মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিকা- ঘটে। এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে। ওষুধ জব্দ নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১৭ ফেব্রুয়ারি ॥ জেলার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ায় অর্ধকোটি টাকার ভারতীয় ওষুধসহ দুইজন চোরাচালানীকে আটক করেছে বিজিবি। বুধবার সকাল ৬টার দিকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালায়। এ সময় দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রামের ইটভাঁটির পার্শ্ববর্তী জায়গা হতে একটি সাদা রংয়ের প্রাইভেটকার আটক করে। গাড়ি তল্লাশি করে ভারতীয় ৬২ হাজার ৪শ’টি সেনেগ্রা ট্যাবলেট, ১৪ হাজার ৮শ’ ডোপামিন হাইড্রোক্লোরাইড ইনজেকশন, দুটি মোবাইল সেট জব্দ করা হয়। গোপালগঞ্জে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি ॥ গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা শেখ ওমর আলী (৬৫) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ ও গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে তারা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। বর্ণমালা প্রদর্শনী স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বুধবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘দেশে দেশে বর্ণমালা’ শীর্ষক প্রদর্শনী। বেলা ১১টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। চবি জাদুঘরের উদ্যোগে জাদুঘর প্রদর্শনী কক্ষে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রদর্শনী চলবে। এতে প্রায় ২২০টি ভাষার বর্ণমালা স্থান পেয়েছে। বইমেলা উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার ও শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশের বইমেলা শুরু হয়েছে। বুধবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম শওকত আলম মজুমদার ও এডিসি হারুন-অর-রশীদ। পাঁচ দিনব্যাপী এ মেলায় ২১টি স্টলে হরেকরকম বইসহ নানা কিছুর পসরা বসেছে। মেলায় বিভিন্ন মোবাইল অপারেটর বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করছে।
×