ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু হত্যাকারীর ফাঁসি দাবিতে গাজীপুরে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

শিশু হত্যাকারীর ফাঁসি দাবিতে গাজীপুরে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৭ ফেব্রুয়ারি ॥ মুক্তিপণ না পেয়ে ৪ বছরের শিশু সোলায়মান হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসব কর্মসূচী পালিত হয়। সমাবেশে নিহত শিশু সোলায়মানের বাবা মোকাররম হোসেন, স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শিশু সোলায়মান হত্যার প্রতিবাদে শত শত নারী পুরুষের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা-চৌরাস্তা এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গত শনিবার বিকেল ৫টার দিকে স্থানীয় আউটপাড়া এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী মোকারম হোসেনের চার বছরের শিশুপুত্র সোলায়মান বাবার দোকানের পাশে একটি সেলুনের সামনে খেলা করতে গিয়ে অপহৃত হয়। জয়নুল উৎসব স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বুধবার শুরু হয়েছে দু’দিনব্যাপী চিত্র প্রদর্শনী। শিল্পাচার্যের ৬৮ ছবি ও তার সংগৃহীত ৭০টি পুতুল নিয়ে এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পীর সুযোগ্য সন্তান শিল্পী ও প্রকৌশলী মইনুল আবেদিন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ শিল্পী শামসুল আলম আজাদ, ভাস্কর আমিনুল হাসান লিটু, ড. কাজী মোজাম্মেল হোসেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস. এম ইকবাল প্রমুখ। প্রতিবাদ সমাবেশ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৭ ফেব্রুয়ারি ॥ মুক্তিযুদ্ধে শহীদদের সম্পর্কে খালেদা জিয়া ও গয়েশ্বর রায়ের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে বুধবার নেত্রকোনায় প্রতিবাদ সমাবেশ হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার নূরুল আমিন, আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, আইয়ুব আলী, সুব্রত ঘোষ, আক্কাছ আলী প্রমুখ।
×