ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ, আটক ১

প্রকাশিত: ০৫:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ, আটক ১

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মঙ্গলবার রাতে বগুড়া সদরের গোকুল এলাকায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদর গুলিবিনিময়ের পর পুলিশ রাব্বী (২৫) নামে এক সন্ত্রাসীকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে। তার কাছ থেকে বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় সন্ত্রাসীদের ছোড়া ওপর ককটেল হামলায় আশিকুন্নবী নামে এক এসআই আহত হন। পুলিশ জানায়, গোকুল মধ্যপাড়া এলাকার এক স্কুলছাত্রীকে সন্ত্রাসী রাব্বী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত এবং বাড়ি থেকে তুলে নেয়ার হুমকি দেয়ার পর স্কুলছাত্রী ও তার পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। স্কুলছাত্রীটি এসএসসি পরীক্ষার্থী। এ বিষয়ে থানায় অভিযোগের পর স্কুলছাত্রীটির নিরাপদে এসএসসি পরীক্ষা দেয়ার জন্য পুলিশ ব্যবস্থা নেয়। সেখানে ৩০ জানুয়ারি থেকে পুলিশ প্রশাসন একটি টিম মোতায়েন করে। এর পরেও সন্ত্রাসীরা স্কুলছাত্রীকে বাড়ি থেকে উঠিয়ে নেয়ার হুমকি দিয়ে আসছিল। মঙ্গলবার রাতে রাব্বী ও আকুল নামে অপর এক জনসহ এলাকায় আরও কয়েক সন্ত্রাসী ওই স্কুলছাত্রীকে অপহরণ করতে গেলে সেখানে মেতায়েন পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় পুলিশের ওপর ককটেল ও গুলিবর্ষণ হলে পাল্টা গুলি চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় রাব্বীকে পুলিশ আটক করে। সে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বকেয়া দাবিতে রংপুরে সমাবেশ স্টাফ রিপোর্টার, রংপুর ॥ সরকারী ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে বকেয়াসহ ৮ম পে স্কেলে বেতন ভাতা প্রদান, অবসর সুবিধা, বোর্ড কল্যাণ ট্রাস্টের ফান্ডে অর্থ বরাদ্দের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার বেলা ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচীতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করে। ৩ বখাটের কারাদণ্ড নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১৭ ফেব্রুয়ারি ॥ মোহনগঞ্জ উপজেলার মাঘান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বুধবার বিকেলে ৩ বখাটে যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনির হোসেন এ রায় প্রদান করেন।
×