ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চসিকের আয়োজনে পক্ষকালব্যাপী একুশে বইমেলা শুরু

প্রকাশিত: ০৫:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

চসিকের আয়োজনে পক্ষকালব্যাপী একুশে বইমেলা শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আয়োজনে বুধবার নগরীর মুসলিম হল ও শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়েছে পক্ষকালব্যাপী একুশে বইমেলা। মেলা উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। প্রথম দিনেই মেলাঙ্গনে বইপ্রেমীদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত এ মেলা চলবে। মেলামঞ্চে প্রতিদিনই থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে চসিক মেয়র বলেন, বন্দরনগরী চট্টগ্রামের হাজার বছরের সমৃদ্ধ প্রাচীন ইতিহাস রয়েছে। শিল্প সাহিত্যের ক্ষেত্রেও বিরাট ভূমিকা এই চট্টগ্রামের। এবার থেকে প্রতি বছরই চসিকের উদ্যোগে বইমেলার আয়োজন করা হবে বলে জানিয়ে তিনি ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো মেলা না করে সংশ্লিষ্ট সকলকে নিয়ে আগামী বছর থেকে একটি বইমেলার আয়োজনের পরিকল্পনার কথাও ব্যক্ত করেন। চট্টগ্রাম একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন প্রমুখ।
×