ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জনকণ্ঠের হবিগঞ্জ সংবাদদাতাসহ পুরো পরিবারকে হত্যাচেষ্টা ॥ বাড়িতে হামলা

প্রকাশিত: ০৫:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

জনকণ্ঠের হবিগঞ্জ সংবাদদাতাসহ পুরো পরিবারকে হত্যাচেষ্টা ॥ বাড়িতে হামলা

জনকণ্ঠ রিপোর্ট ॥ ’৭১ সালে মানবতাবিরোধী অপরাধীদের বিচার কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গঠিত হবিগঞ্জ জেলা সাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির মেম্বার এবং দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিনসহ তার পরিবারের সদস্যদের প্রাণে হত্যার চেষ্টা চালানো হয়েছে। অল্পের জন্য তুহিন, তার স্ত্রী শাহনাজ পারভীন লাভলী, কন্যা রাভিকা হাসান চৌধুরী ভাবনা ও পুত্র ইরতিজা হাসান চৌধুরী সমাপ্ত রক্ষা পেলেও বাসভবনসহ দোকানগৃহের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, ঘটনার পর থেকে সাংবাদিক তুহিন ও তার স্ত্রীর মোবাইল নাম্বারে অজ্ঞাত ব্যক্তিরা একাধিকবার প্রাণনাশের হুমকি দিচ্ছে। বুধবার রাত ৩টা ৫৫ মিনিটের সময় একদল চিহ্নিত বিএনপি-জামায়াতপন্থী পরিচয়ধারী দুর্বৃত্ত ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা বালু ভর্তি ট্রাক্টর নিয়ে তার পিটিটিআই সড়কস্থ বাসভবনের সম্মুখে অবস্থান নেয়। এক পর্যায়ে ওরা ফিস ফিস করে কথা বলতে শুরু করলে তুহিনের দুই সন্তান নিয়ে বেডরুমে ঘুমন্ত স্ত্রী লাভলী আকস্মিক তা আঁচ করতে পারেন। তিনি চুপিচুপি জানালা ফাঁক করে কি হচ্ছে তা প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেখতে পান একটি বালু ভর্তি ট্রাকসহ এলাকায় গুটি কয়েক প্রভাবশালী ব্যক্তি দাঁড়িয়ে চালক ও অপরিচিত কয়েক ব্যক্তিকে কি যেন নির্দেশনা দিচ্ছে। মুহূর্তেই বিকট শব্দে একটি আওয়াজ হয়। কেঁপে উঠে পুরো বাসভবন। এতে সন্তানদের জড়িয়ে লাভলী সুর-চিৎকার করলে তুহিন জেগে উঠে এবং দৌড়ে স্ত্রী-সন্তানদের পাশে অবস্থান নেন। একপর্যায়ে তুহিন দরজা খুলে বাইরে যেতে চাইলে দেখতে পান ধারালো অস্ত্র হাতে বারান্দার গেটে দাঁড়িয়ে আছে অপরিচিত কয়েক যুবক। এমতাবস্থায় তুহিন চিৎকার শুরু করলে ওরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে দেখা যায় বাসভবন সংলগ্ন সীমানা প্রাচীর এবং দুটি দোকানগৃহের মধ্যে ১টি সম্পূর্ণ ভেঙ্গে চুরমার হয়ে গেছে। পুরো বাসভবনটিই এখন মারাত্মক হুমকির সম্মুখীন। বিষয়টি তাৎক্ষণিক সদর থানার ওসি নাজিম উদ্দিনকে টেলিফোনে অবহিত করার পর এসআই সানা উল্লাহ’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করেন। এ সময় তিনি বিষয়টিকে পরিকল্পিত বলে অভিমত প্রকাশ করেন। সেই সঙ্গে জড়িতদের শনাক্তের আশ্বাস দেন। এদিকে ঘটনাটি বুধবার স্থানীয় এমপি, সিলেট র‌্যাঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, এসপি জয়দেব কুমার ভদ্র ও ঢাকাস্থ ঘাতক দালাল নির্মূল কমিটির নের্তৃবৃন্দকে জানান তুহিন। ওসি নাজিম উদ্দিন, ডিবি, এনএসআই ও ডিজিএফআই গোয়েন্দা সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বলাবাহল্য, হবিগঞ্জের বিভিন্ন রাজাকারদের বিচার কার্যক্রম ত্বরান্বিত হওয়ার প্রেক্ষাপটে শহরের সংশ্লিষ্ট এলাকার কতিপয় চিহ্নিত বিএনপি-জামায়াত শুধু নয় সময়ে সময়ে আওয়ামী লীগের নাম ভাঙ্গানো ব্যক্তি তুহিন ও তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি এবং বাধা প্রদান করে বাসভবন থেকে উচ্ছেদ করার হীন চেষ্টা চালাচ্ছে। যা সংশ্লিষ্ট জেলা ও পুলিশ কর্তৃপক্ষকেও অবহিত করা হয়। ’৭১ সালে মানবতাবিরোধী অপরাধীদের বিচার কর্মকা-ের সঙ্গে জড়িত থাকার কারণে কিছুদিন আগে টেলিফোনে সাংবাদিক তুহিনকে ৫ দিনের মধ্যে প্রাণে হত্যার হুমকি দিলে থানায় জিডি করা হয়। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক জেলা ও পুলিশ সুপার বরাবরে প্রেরিত এক পত্রে তুহিনের নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়া হলেও তার কোন আলামত দেখা যাচ্ছে না।
×