ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাবান্ধায় ইমিগ্রেশন সুবিধাসহ শুরু হচ্ছে চারদেশীয় ব্যবসায়িক সংযোগ

প্রকাশিত: ০৪:১৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাবান্ধায় ইমিগ্রেশন সুবিধাসহ শুরু হচ্ছে চারদেশীয় ব্যবসায়িক সংযোগ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ সেই মাহেন্দ্রক্ষণ আজ, আনন্দে ভাসছে গোটা পঞ্চগড়ের মানুষ। বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন সুবিধা চালুর ঘোষণায় পঞ্চগড়বাসীর ব্যানারে মঙ্গলবার সন্ধ্যায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদত সম্রাট। ব্যান্ডদলের বাদ্যবাজনা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ব্যানার-ফেস্টুন হাতে হাজারো মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। এর একটি কারণ দীর্ঘ প্রতিক্ষার পর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আজ (বৃহস্পতিবার) বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দরে চালু হতে যাচ্ছে ইমিগ্রেশন সুবিধা। শুধু ইমিগ্রেশন সুবিধাই নয়, অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপালের (বিবিআইএন) মধ্যে চতুর্দেশীয় সমম্বিত শিল্প জোন হচ্ছে। একই সঙ্গে এই বন্দর দিয়ে গাড়িও চলাচল শুরু হবে। বাংলাবান্ধা স্থলবন্দর অন্যান্য স্থলবন্দরের চেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরে রপান্তরিত হবে। আজ (বৃহস্পতিবার) দুপুরে যৌথভাবে ইমিগ্রেশন সুবিধা চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব) ড. বিজয় কুমার সিংহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যাল এ্যাফেয়ার্স এ্যান্ড আরবান বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। এছাড়াও বাংলাদেশের পক্ষে স্বারষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল আজিজ পিএসসি, স্থলবন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, পাসপোর্ট এ্যান্ড ইমিগ্রেশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার মাসুদ রেজওয়ান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত সচিব ইমিগ্রেশন গোলাম মোস্তফা, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দিন আহম্মদ, ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মুহাম্মদ নওশাদসহ দু’দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাবান্ধা হবে চার দেশের মধ্যে চলাচলের জন্য গুরুত্বর্পূণ সংযোগস্থল। এই এলাকায় বিবিআইএন নামে চার দেশীয় শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ ইতোমধ্যে শুরু করেছেন শীর্ষ ব্যবসায়ী নেতারা। স্থানীয় ব্যবসায়ী নেতাদের আশা, বাংলাবান্ধার মাধ্যমে পঞ্চগড় এবং উত্তরাঞ্চলসহ দেশের অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে।
×