ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতে আদালতের খাঁড়ায় কৌতুক

প্রকাশিত: ০৪:১১, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

ভারতে আদালতের খাঁড়ায় কৌতুক

বর্ণবাদ, ধর্মবিদ্বেষ, যৌনগন্ধ থাকার পরও সর্দারজীর জোক বা কৌতুক বহুকাল ধরে সারা ভারতের মানুষের মধ্যে হাসির খোরাক জুগিয়ে আসছিল; তবে এখন তাতে বাদ সেধেছে আদালত। লোকায়ত এই কৌতুকগুলোর মধ্যে যেগুলো বর্ণবাদী ও বিদ্বেষমূলক, তা প্রচার বন্ধ করতে ভারতের সুপ্রীমকোর্ট একটি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে। সর্দারজীর কৌতুক ছাপানো এমনকি ইন্টারনেটেও প্রকাশ বন্ধে একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের এই বক্তব্য আসে। শিখ সরদারের নানা কাণ্ড-কীর্তি, উপদেশ-পরামর্শকে উপজীব্য করে প্রচলিত এই কৌতুকগুলো নিয়ে ভয়ানক আপত্তি রয়েছে এই সম্প্রদায়ের মানুষের। কৌতুকগুলোতে তারা হাসির পাত্র হওয়ায় শুনে তাদের মন উল্টো ভার হয়। সূত্র : ওয়েবসাইট। আফ্রিকার ১০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে আফ্রিকার পূর্ব ও দক্ষিণাঞ্চলে প্রায় ১০ লাখ শিশু ‘মারাত্মক পুষ্টিহীনতায়’ ভুগছে। অঞ্চলটিতে দুই বছর ধরে চলা খরা ও ৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এলনিনোর কারণে চরম খাদ্যাভাব দেখা দিয়েছে। বুধবার ইউনিসেফ এ কথা জানিয়েছে। আন্তর্জাতিক শিশু বিষয়ক সংস্থাটি জানায়, ওই অঞ্চলের শিশুরা মারাত্মক খাবার ও পানির সঙ্কটে রয়েছে। দ্রব্যমূল্যের উর্ধগতি পরিস্থিতিকে আরও সঙ্কটময় করে তুলছে। ইউনিসেফের আঞ্চলিক পরিচালক লিলা গারাগোজলু-পাক্কালা বলেন, ‘এলনিনো আবহাওয়ার প্রভাব হ্রাস পেয়েছে। কিন্তু তা সত্ত্বেও যারা ইতোমধ্যেই দিন আনে দিন খায় তাদের ওপর আগামী কয়েক বছর এর প্রভাব থাকবে।’ তিনি আরও বলেন, ‘সরকার তার সীমিত সামর্থ্য নিয়েই এ সঙ্কট মোকাবিলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এটি নজিরবিহীন পরিস্থিতি। খবর এএফপির। বিশ্বের বড় হিরা ৭ সেন্টিমিটারের হিরা। ওজন ৫০ গ্রামেরও কম। কিন্তু এই পাথরটির দাম ১৪ মিলিয়ন ডলার। ভারতীয় টাকায় ৮৬ কোটি ৮০ লাখ টাকা। এই হিরা খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়ার একটি জুয়েলারি সংস্থা। তারা দাবি করছে, ৪০৪ ক্যারটের এই হিরাটি বিশ্বের সব থেকে বড় ও মূল্যবান। জানা গেছে, ১৯০৫ সালে বোস্টন থেকে ১০৬ ক্যারটের একটি বড় হিরা খুঁজে পাওয়া গিয়েছিল। দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চল থেকে উদ্ধার হওয়া এই হিরাটি এই মুহূর্তে সব থেকে বড় এবং মূল্যবান। -সিএনএন রেকর্ড দামে ‘দ্য কিস’ বিক্রি ফরাসী ভাস্কর আগুস্ত রদ্যাঁরের বিখ্যাত ‘দ্য কিস’ (চুম্বন) ভাস্কর্যের একটি ধাতব প্রতিমূর্তি নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। একজন মার্কিন সংগ্রাহক ২২ লাখ ইউরো বা প্রায় ১৯ কোটি ৩১ লাখ ৩১ হাজার টাকায় প্রতিমূর্তিটি কিনে নিয়েছেন। নিলামকারী প্রতিষ্ঠান বিনোচ এট গিকুএলো জানিয়েছে, প্রতিমূর্তিটি নিলামে পূর্বধারণার চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। এই দাম রেকর্ড সৃষ্টি করেছে। রদ্যাঁরের মৃত্যুর পর তার কোন ভাস্কর্যের তৈরি করা প্রতিমূর্তি এত দামে আর বিক্রি হয়নি। -ওয়েবসাইট
×