ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমার ধারণা ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারবেন না ॥ ওবামা

প্রকাশিত: ০৪:১০, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

আমার ধারণা ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারবেন না ॥ ওবামা

রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ধনকুবের ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না। কারণ প্রেসিডেন্টের দায়িত্ব পালন ‘গুরুত্বপূর্ণ কাজ’। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে ট্রাম্প সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ কথা বলেছেন। খবর বিবিসির। ওবামা বলেন, আমার ধারণা ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারবেন না। কারণ যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আমার বিশাল আস্থা রয়েছে। ইলেক্টোরাল কলেজ তাকে মনোনীত করবে না। কারণ তারা জানে প্রেসিডেন্ট পদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এটি টক শো কিংবা রিয়েলিটি শো’র আয়োজন নয়, এটি প্রমোশনাল কোন কাজও নয় বা মার্কেটিংও নয়। এটি কঠিন কাজ। কারও অভিলাষ পূরণের কাজও নয় এটি। তবে ওবামার বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন দেশের অনেক ক্ষতি করেছেন যে প্রেসিডেন্ট তার এই সমালোচনাকে তিনি ‘কমপ্লিমেন্ট’ হিসেবেই গ্রহণ করছেন। বলে ওবামার বক্তব্যের জবাবও ইতোমধ্যে দিয়েছেন ট্রাম্প। তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এগিয়ে রয়েছেন। ট্রাম্প বলেন, ওবামা ভাগ্যবান যে আমি গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিনি। যেবার মিট রমনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। না হলে ওবামা হয়ত এক মেয়াদের প্রেসিডেন্ট হতেন। বিভিন্ন সময় মুসলিমসহ অনেক ইস্যুতেই বিতর্কিত মন্তব্য করেছেন ট্রাম্প। এরপরও আইওয়া ককাশে দ্বিতীয় অবস্থান এবং নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারিতে তিনি জয়ী হয়েছেন। সাউথ ক্যারোলাইনায় শনিবার অনুষ্ঠিতব্য প্রাইমারী ভোটে তিনি এগিয়ে রয়েছেন বলে জরিপে আভাস পাওয়া গেছে। কোন প্রতিদ্বন্দ্বিতাও নয় ॥ ওবামা বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দিয়ে রাশিয়া কৌশলগত ভুল করেছে। সিরিয়ার এই যুদ্ধ আমার ও পুতিনের মধ্যকার কোন বিষয় নয় এবং কোন প্রতিদ্বন্দ্বিতাও নয়। তিনি বলেন, রাশিয়াকে যে প্রশ্নটি করা উচিত তা হলো, তারা কি মনে করছে যে, তারা একটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া দেশে কয়েক শ’ কোটি ডলার ব্যয় করে বিজয়ী পক্ষের মিত্র হিসেবে খুব বড় কিছু অর্জন করতে পারবে? –এএফপি
×