ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমালোচনার জবাবে হিলারির ‘ঘেউ ঘেউ’

প্রকাশিত: ০৪:১০, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

সমালোচনার জবাবে  হিলারির ‘ঘেউ ঘেউ’

রিপাবলিকানদের ‘মিথ্যা প্রচার’কে কুকুরের ‘ঘেউ ঘেউ’ ডাকে জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন। সোমবার নেভাডার রেনো শহরে একটি নির্বাচনী জনসভায় সমর্থকদের উদ্দেশে বক্তব্যের একপর্যায়ে হিলারি ‘ঘেউ ঘেউ’ করেই সমালোচনার জবাব দেন বলে সিএনএন জানিয়েছে। তার কুকুরের মতো ডাকের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। সাবেক ফার্স্টলেডি ও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী হিলারি নির্বাচনে দৌড়ে নামার পর থেকে প্রতিপক্ষ রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বাক-আক্রমণের শিকার। ৬৮ বছর বয়সী হিলারি বক্তব্যের মাঝপর্যায়ে এসে তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আরক্যানসাসের গবর্নর নির্বাচনের সময় প্রচারিত একটি রেডিও বিজ্ঞাপনের কথা তুলে ধরেন, যার ধারাবাহিকতায় ‘ঘেউ ঘেউ’ ডাক ছাড়েন। হিলারি বলেন, ‘আমার একটা রেডিও বিজ্ঞাপনের কথা মনে পড়ছে, এটি আমার বেশ প্রিয়।’ ওই বিজ্ঞাপনে একটি কুকুরকে প্রশিক্ষণ দেয়ার কথা জানিয়ে ঘোষক বলেন, প্রার্থীদের মধ্যে কেউ মিথ্যা বললে কুকুরটি ঘেউ ঘেউ করে উঠবে। ‘এরপর কুকুরটি ঘেউ ঘেউ করত, আর কিছুদিন পর আরক্যানসাসের মানুষের মধ্যেও তা সঞ্চারিত হয়,’ বলেন হিলারি। “আমাদের এখন যা করা দরকার, তা হচ্ছে ওই রকম একটি কুকুর যোগাড় করা। তারপর তাদের (রিপাবলিকান) অনুসরণ করা, তারা যেখানে যেখানে যায়, সবখানে। যখনই তারা বলে উঠবে, অতিরিক্ত নিয়ন্ত্রণের জন্য মন্দা; তখনই ‘ঘেউ ঘেউ ঘেউ’।” তার ‘ঘেউ ঘেউ ঘেউ’ ডাকে হলভর্তি শ্রোতাদের মধ্যে হাসির রোল পড়ে। সূত্র : ওয়েবসাইট।
×