ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইনকে শ্রদ্ধার বিকল্প নেই

প্রকাশিত: ০৩:৫৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

আইনকে শ্রদ্ধার বিকল্প নেই

শরীফ উল্লাহ সড়ক পথের নিরাপত্তা দেয়ার কা-ারী হলো ট্রাফিক আইন। দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন সুযোগে সে আইন ভঙ্গ করে কিছু অসচেতন যান্ত্রিক চালক। রাস্তায় অতিরিক্ত গাড়ি ও আইন অমান্যকারী কিছু মানুষ কিছুতেই ট্রাফিক আইন মেনে চলার তোয়াক্কা করছে না। নির্ধারিত ওভারব্রিজ থাকা সত্ত্বেও ব্যবহার করছে না সে পথ। ফলে রাস্তায় দীর্ঘ যানজট লেগে থাকে। সুযোগ পেলেই অনেক সময় যাত্রী ওঠানামা করছে যেখানে-সেখানে। নগর থেকে শুরু করে শহরের জনবহুল এলাকাতেও চলছে অনৈতিক কর্মকা-। বেআইনীভাবে গাড়ি চালানো নিষেধ থাকার পরও হরহামেশা আইনকে অবমাননা করা হচ্ছে। ফলে সড়ক দুর্ঘটনার মত ভয়ঙ্কর ঘটনা ঘটে। এসব দুর্ঘটানা এড়ানোর জন্য গাড়ির মালিকদের এগিয়ে আসতে হবে এবং চালকদের জানিয়ে দিতে হবে ট্রাফিক আইন মেনে রাস্তায় গাড়ি চালানোর জন্য। সারাদেশে অবৈধ লাইসেন্সবিহীন অদক্ষ গাড়ির ড্রাইভার দ্বারা গাড়ি চালানো হচ্ছে। এসব গাড়ি রাস্তায় আইন মেনে চলছে না। সুযোগ পেলে রং সাইডে গাড়ি নিয়ে ঢুকে পড়ে। এতে করে সমস্যার সম্মুখীন হতে হয় পথচারীদের। ট্রাফিক রুল না মানার কারণে চালকদের আস্ফালন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেখা যায় সবুজ বাতি জ্বলার আগেই দ্রুত গাড়ি চালিয়ে যাচ্ছে। পত্রিকায় কিংবা চোখে দেখা যায় নগরী বা শহরের রাস্তায় অবৈধভাবে স্থাপনা দখল করে ব্যবসা করছে অনেকে। এ অবৈধ দখলদারদের কারণে পথচারীদের বড় ধরনের বিঘœ ঘটে। এসব দখলদাররা রাজনৈতিক ছায়াতলে থেকে অন্যায় কাজ করতে দ্বিধা করছে না। নাগরিকের সুবিধার্থে প্রণয়ন করা হয়েছে ট্রাফিক আইন। অথচ নৈতিক কাজ না করে অনৈতিকভাবে আইনকে অমান্য করে চলছে। শৃঙ্খলার প্রতি আস্থা না থাকায় দিন দিন বেড়ে চলছে অন্যায় ও আইন অবমাননা। এ ধরনের নিয়ম চললে এক সময় মানুষ আইনের প্রতি পুরোপুরি আস্থা হারিয়ে ফেলবে। তখন দেখা যাবে আইনের মতো দায়িত্বশীল একটি দিকনির্দেশনা লাপাত্তা হয়ে যাবে। আইনের প্রতি দৃঢ়তা রেখে উন্নত বিশ্বের অনেক দেশ উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। আইন মেনে চলার কারণে ঐসব দেশে কোন প্রকার বড় ধরনের দুর্ঘটনা ঘটার কোন খবরা-খবর আমরা দেখতে পাই না। দেশের ছোট বড় সকল আইনকে সহযোগিতার সঙ্গে গ্রহণ করলে আমাদের দেশের কোন অপরাধমূলক কাজ হবে বলে মনে হয় না। তাই আইনের প্রতি সম্মান রেখে দেশেকে এগিয়ে নিয়ে যেতে জোর দাবি জানাব। হাজীগঞ্জ, চাঁদপুর থেকে
×