ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের দেয়ার আর কিছু নেই ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:৫২, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

আওয়ামী লীগের দেয়ার আর কিছু নেই ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় থাকতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার কর্তৃত্ববাদী হলে ও দেশ রাজনীতি শূন্য হলে জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে ২০ দলীয় জোটের শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এ দলটির গণতন্ত্রকামী জনগণকে দেয়ার আর কিছু নেই। তারা তথাকথিত উন্নয়নের নামে জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে। তিনি বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশকে রাজনীতি শূন্য করতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সরকার হয়রানি করছে। ফখরুল বলেন, দেশে গণতন্ত্র নেই। সত্য প্রকাশের জন্য আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে আটকে রাখা হয়েছে। মির্জা ফখরুল বলেন, দীর্ঘকাল ধরে সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে অবস্থান তৈরি করেছেন। তাই তাকে এতো সহজে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া যায় না। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মাদ ইব্রাহিম, জাতীয় গণতান্ত্রিক দলের সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুর রকিব, বিএলএর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ প্রমুখ।
×