ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে ‘উত্তরের বজ্র’

প্রকাশিত: ০৬:৪৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

সৌদি আরবে ‘উত্তরের বজ্র’

বৃষ্টি বাদলের বজ্র নয় বরং আসাদ ও তার মিত্র রাষ্ট্রকে ইরানকে কোণঠাসা করতে এমন নাম। ‘উত্তরের বজ্র’ সাম্প্রতিক সময়ের সর্ববৃহৎ সামরিক মহড়ার নাম। মিসর, পাকিস্তান, মালয়েশিয়াসহ প্রায় ২০টি সুন্নিপ্রধান রাষ্ট্র এ মহড়ায় অংশ নিয়েছে। ১৮ দিনব্যাপী এ মহড়ায় অংশগ্রহণ করেছে ৩,৫০,০০০ সৈন্য, ২০,০০০ ট্যাংক ও ২,৪৫০ জঙ্গী বিমান। সেনা-নৌ ও বিমান তিন পর্যায়ে অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রকে সতর্ক বার্তা পাঠাতে চায় বাদশা সালমান। অনেকের আশঙ্কা সিরিয়া যুদ্ধের স্থল সৈন্য পাঠানোর পূর্ব-প্রস্তুস্তি অপারেশন ‘থান্ডার অব নর্থ’। সূত্র : গালফ নিউজ
×