ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইপিএল, নতুন দল পুনের জার্সি উন্মোচন অনুষ্ঠানে আবেগাপ্লুত ‘ক্যাপ্টেন কুল’

চেন্নাইকে ভুলতে পারছেন না ধোনি

প্রকাশিত: ০৫:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

চেন্নাইকে ভুলতে পারছেন না ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলের জন্মলগ্ন থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে তার নাম জড়িয়ে। আলোচিত ফিক্সিং-কা-ে এবার নেই সেই চেন্নাই। নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের জার্সি উন্মোচন অনুষ্ঠানে পুরনো দলের জন্য আবেগ ঝরল ভারতীয় ‘ক্যাপ্টেন কুলে’র কণ্ঠে। তবে তাকে বেছে নেয়ায় ধন্যবাদ জানিয়ে পুনেকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ঝরেছে ভারতের হয়ে দু-দুটি বিশ্বকাপ জয়ী অধিনায়কের কথায়, ‘চেন্নাইকে মন থেকে একেবারে মুছে ফেলেছি, এটা বললে মিথ্যে বলা হবে। মানুষ হওয়ার এটাই তো বিশেষ দিক। আট বছরের সম্পর্কে আবেগ থাকবে না, এটা হতে পারে? দীর্ঘ প্রায় এক দশক একটা দলের হয়ে খেলার পর এখন অন্য কোন দলের হয়ে নামব, ভাবতে অদ্ভুত অনুভূতি হচ্ছে। যদি বলি নতুন দল নিয়ে আমি উত্তেজিত, যদি চেন্নাই ভক্তদের ভালবাসার স্বীকৃতি না দেই, তবে সেটা অন্যায় হবে।’ এরপরই পেশাদারি মনোভাব এনে ধোনি বলেন, ‘হ্যাঁ একজন পোশাদার ক্রিকেটার হিসেবে আমাকে বেছে নেয়ার জন্য পুনেকে ধন্যবাদ। অধিনায়ক হিসেবে বাড়তি দায়িত্ব তো থাকবেই। পেশাদারিত্বের দায়বদ্ধতা থেকেই আমি নতুন এই দল নিয়ে সর্বোচ্চ চেষ্টা করব।’ দীর্ঘদিন খেলা চেন্নাই সতীর্থদের মিস করবেন ‘ক্যাপ্টেন কুল’, ‘অনেক খেলোয়াড়কেই খুব মিস করব। আমরা আট বছর একসঙ্গে খেলেছি। আমরা ছিলাম দারুণ ধারাবাহিক, এজন্য টিম হয়ে খেলাটাই ছিল মূল শক্তি। এই দলেও চেন্নাইর কয়েকজন খেলোয়াড় আছে। বাকি ছয়টা দল থিতু হওয়ায় নতুন হিসেবে আমাদের ওপর বাড়তি চাপ থাকবে।’ পুনের সঙ্গে নতুন আরেক দল হচ্ছে রাজকোট। ৮ এপ্রিল থেকে ২৯ মে হবে আইপিএলের পরবর্তী আসর। তবে আইপিএলে স্পট ফিক্সিং এবং বোর্ডের (বিসিসিআই) পরিকাঠামো বদলের মতো বিষয়ে কিছুই বলতে চাননি ভারতর সফলতম অধিনায়ক, ‘দুঃখিত এই বিষয়ে যা জিজ্ঞেস করার বোর্ডকেই করুণ।’ আর আইপিএল নিয়ে ধোনি বলেন, ‘হ্যাঁ এই টুর্নামেন্ট নিয়ে অনেক বদনাম হয়েছে, কিন্তু ইতিবাচক দিকগুলোও দেখতে হবে। এই মঞ্চ থেকে কত ঘরোয়া ক্রিকেটার উঠে এসেছে। তরুণরা কিভাবে চাপ সামাল দেয়, সেটা দেখে নেয়া যাচ্ছে। সর্বোপরি আইপিএল দুর্দান্ত এক আয়োজন।’ নতুন দলে পুরনো কোচ স্টিফেন ফ্লেমিংকে পেয়ে উচ্ছ্বসিত ধোনি, ‘ফ্লেমিং পাশে থাকলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। আমরা একে অপরকে অনেক দিন ধরে চিনি।
×