ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘নো বল’ বিতর্ক ও আম্পায়ার ইলিংওয়ার্থ

প্রকাশিত: ০৫:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

‘নো বল’ বিতর্ক ও আম্পায়ার ইলিংওয়ার্থ

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যক্তিগত ৭ রানের মাথায় নিশ্চিত আউট ছিলেন এ্যাডাম ভোজেস। কিন্তু বোলারের পা সীমা অতিক্রম করেছে ভেবে ‘নো’ ডাকেন আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি রিপ্লেতে দেখা যায় তার ওই সিদ্ধান্ত ভুল ছিল। প্রাণ ফিরে পেয়ে ২৩৯ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ভোজেস। ওয়েলিংটন টেস্টে ইনিংস ও ৫২ রানের বড় জয়ে দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে যায় তার দল অস্ট্রেলিয়া। ম্যাচসেরা ভোজেস পরে সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেন, ‘আম্পায়ার নো বল দেয়ায় বেঁচে যাই। আউট ভেবে আমি তো প্যাভিলিয়নের দিকে হাঁটা দিয়েছিলাম!’ এটা না হলেন টেস্টে দুই বার আউটের মাঝে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়া হতো না ভোজেসের। ম্যাচের ফলও হয়ত অন্যরকম হতে পারত। যদিও প্রতিপক্ষ নিউজিল্যান্ড অধিনায়ক বিষয়টি মেনে নিয়ে আম্পায়ারের পাশে দাঁড়িয়েছেন। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচসেরা ইনিংস খেলায় ভোগসের প্রশংসাই করেছেন বিদায়ী সিরিজ খেলা ব্রেন্ডন ম্যাককুলাম। ওয়েলিংটন টেস্টে এই ঘটনা আম্পায়ার ইলিংওয়ার্থের মনে কতটা প্রভাব ফেলেছে, সেটি উল্লেখ করে ওই ম্যাচের ম্যাচ রেফারি ক্রিস ব্রড বলেন, ‘দুর্ভাগ্যজনক। ইলিংওয়ার্থ যখন বুঝতে পারেন বলটা নো ছিল তারপর থেকেই সে হতাশায় ডুবে যায়। ভুল হওয়াটা তাৎক্ষণিক লজ্জাজনক, তবে ভুল মানুষ মাত্রই হয় তবে একবার সিদ্ধান্ত দিয়ে সেটি আর ফিরিয়ে নেয়া যায় না। আম্পায়ারদের প্রায়শ এমন মানসিক অবস্থা থেকে বেরিয়ে আসতে হয়।’ ক্রাইস্ট চার্চে শনিবার শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট। যেটি হবে ম্যাককুলামের ‘ফেয়ারওয়েল‘ ম্যাচ। ওয়ালটন বিচ টেনিস স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬ সালকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। এ বছরটিকে নানাভাবে উদযাপন করা হবে। এ ক্ষেত্রেও পিছিয়ে নেই ওয়ালটন গ্রুপ। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ২০ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন প্রথম বিচ টেনিস টুর্নামেন্ট ২০১৬।’ টুর্নামেন্ট চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশ নেবে ৮ মেয়ে ও ৮ ছেলে। এ উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান ও সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সদস্য লুৎফর রহমান সান্টু ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের কাউন্সিলর দেলোয়ার হোসেন। ওয়ালটন প্রথম বিচ টেনিসে পুরুষ এককে প্রতিদ্বন্দ্বিতা করবেন অমল রায়, আনোয়ার হোসেন, রঞ্জন রাম, দীপু লাল, বিপ্লব রাম, মামুন বেপারি, আখতার হোসেন ও মুনির হোসেন। মহিলা এককে খেলবেন আফসানা ইসলাম প্রীতি, শাহ সাফিনা, আয়েশা সুলতানা, রেবেকা সুলতানা, পপি আক্তার, শ্রাবণী বিশ্বাস জুঁই, ফাবিহা লামিসা সূচনা ও ইতি আক্তার। প্রতিযোগিতায় পুরুষ একক, মহিলা একক, মিশ্র দ্বৈত এবং কক্সবাজার ভেটারান দ্বৈত ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে।
×