ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতির কুয়াকাটা ও পায়রাবন্দর পরিদর্শন

প্রকাশিত: ০৫:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

রাষ্ট্রপতির কুয়াকাটা ও পায়রাবন্দর পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৬ ফেব্রুয়ারি ॥ পায়রা সমুদ্রবন্দর ও কুয়াকাটা পরিদর্শন শেষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ঢাকার উদ্দেশ্যে কুয়াকাটা ছাড়লেন। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় হেলিকপ্টারযোগে তিনি কুয়াকাটা ত্যাগ করেন। রাষ্ট্রপতি মঙ্গলবার সকালে কুয়াকাটা বীচ ভ্রমণ করেন। পরিদর্শন করেন বৌদ্ধ মন্দির এবং সংরক্ষিত দু’শ’ বছরের প্রাচীন নৌকা। তিনি দুপুরে বৌদ্ধ মন্দিরে রাখাইনদের সঙ্গে মতবিনিময় করেন। রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে সোমবার বিকেলে সুন্দরবন ঘুরে পৌনে ৪ টায় কলাপাড়ার টিয়াখালীতে দেশের তৃতীয় পায়রা সমুদ্রবন্দরের হ্যালিপ্যাডে অবতরণ করেন। সেখানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় এবং নৌবাহিনীর অপরাজেয় জাহাজে নৌ ভ্রমণ করেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে কুয়াকাটায় পৌঁছেন ৪টা ৫০ মিনিটে। এরপর সরাসরি পর্যটন হলিডে কমপ্লেক্সে যান এবং বিশ্রাম শেষে সন্ধা পৌনে ৬টার দিকে কুয়াকাটা সৈকতে নেমে সূর্যাস্ত অবলোকন করেন। প্রায় এক ঘণ্টা তিনি নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন। রাতে হলিডে হোম্স মিলনায়তনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
×