ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু মেরিটাইম ভার্সিটির সিন্ডিকেট সভা

প্রকাশিত: ০৪:০৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

বঙ্গবন্ধু মেরিটাইম ভার্সিটির সিন্ডিকেট সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি সিন্ডিকেটের ৭ম সভা মঙ্গলবার মিরপুর পল্লবীর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার এডমিরাল এএসএম আব্দুর বাতেন, বিএসসি, এনডিসি, পিএসসি সভাপতিত্ব করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, জনবল নিয়োগ, বিভিন্ন কমিটি গঠন, বিদেশী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্বাক্ষর, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট খোলা ইত্যাদি বিষয়ে আলোচনা ও অনুমোদন গৃহীত হয়। -বিজ্ঞপ্তি। মুন্সীগঞ্জে কৃষক লীগের নয়া কমিটি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর উপজেলা কৃষক লীগের নতুন সভাপতি হয়েছেন হাজী আব্দুর রহিম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শামসুল আলম। মঙ্গলবার শ্রীনগর উপজেলার কেয়টখালীর ষোলোঘর আওয়ামী লীগ কার্যালয়ে ত্রিবাষিক সম্মেলনে ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সভাপতি মহসিন মাখন। এতে প্রধান অতিথির ভাষণ দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন। হাজী আব্দুর রহিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- ষোলোঘর ইউপি চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান কাজল, লৌহজং উপজেলা কৃষক লীগের সভাপতি জুলহাস ব্যাপারী, জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক হারুন অর রশীদ ঢালী ও ষোলোঘর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহ জালাল প্রমুখ। সোনারগাঁয়ে বিকল্প বাসস্থানের দাবিতে দরিদ্রদের মানববন্ধন সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বিকল্প বাসস্থানের দাবিতে হতদরিদ্ররা মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে সেনপাড়া এলাকার শতাধিক হতদরিদ্র পরিবারের কয়েক শ’ নারী-পুরুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। এ সময় মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া বস্তি এলাকায় শতাধিক পরিবারের কয়েক শ’ লোক দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। সম্প্রতি সড়ক জনপথ অধিদফতর (সওজ) তাদের দখল ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাওয়ার নোটিস দেয়। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ওই স্থানে বসবাসরত শতাধিক পরিবারের কয়েক শ’ নারী-পুরুষ বিকল্প বাসস্থানের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করে।
×