ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্ত্রী নির্যাতনকারী জুয়েল নিহত বন্দুকযুদ্ধে

প্রকাশিত: ০৪:০৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

স্ত্রী নির্যাতনকারী জুয়েল নিহত বন্দুকযুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৬ ফেব্রুয়ারি ॥ সম্প্রতি স্ত্রীর দুই চোখ উৎপাটনকারী টঙ্গীর চিহ্নিত সন্ত্রাসী কামাল হোসেন ওরফে জুয়েল (২৫) সোমবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। টঙ্গীর নদী বন্দর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের এসআই মাহবুর রহমান ও সিপাহী জসিম উদ্দিন আহত হয়েছে। তাদের টঙ্গী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সূত্র জানায়, সোমবার রাত আড়াইটার দিকে টঙ্গী মিরাশপাড়া নদী বন্দর এলাকায় জুয়েল অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১-এর দল সেখানে অভিযান চালায়। এ সময় জুয়েল র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই মারা যায় জুয়েল। র‌্যাব ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, একটি গুলি ও গুলির খোসা উদ্ধার করে। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, মঙ্গলবার সকালে টঙ্গীর নৌবন্দর এলাকা থেকে জুয়েলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। জুয়েলের বিরুদ্ধে দুটি হত্যাকা-ের মামলা, দুটি অস্ত্র আইনে মামলা ও সর্বশেষ তার স্ত্রী শিউলীর উভয় চোখ তুলে নেয়ার অভিযোগে নারী নির্যাতনের মামলাসহ বিভিন্ন অপরাধ সংঘটনের অসংখ্য অভিযোগ রয়েছে। গত বছর ৫ নবেম্বর যৌতুকের দাবি মেটাতে না পারায় চাকু দিয়ে স্ত্রী শিউলীর দুটি চোখ উৎপাটন করে জুয়েল। শিউলী অন্ধত্ব বরণ করে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। ফরিদপুরে কবর খুঁড়ে পাঁচ কঙ্কাল চুরি নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৬ ফেব্রুয়ারি ॥ ফরিদপুরের সদর উপজেলার কোমরপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার রাতের কোন এক সময় ওই পাঁচটি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করা হয়। কবরস্থানসংলগ্ন মসজিদের ইমাম মোঃ হাফিজুল ইসলাম জানান, সকালে মসজিদসংলগ্ন কবরস্থানে গিয়ে তিনি কবরগুলো খোঁড়া দেখতে পান। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান। কবরগুলোর এক প্রান্তের বাঁশের ছাউনি তুলে কঙ্কালগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া কঙ্কালগুলো মতিনুর রহমান, আলমাস মোল্লা, ইসমাইল শেখ, জরিনা বেগম ও লাভলু মোল্লার। যে কবরগুলো থেকে কঙ্কালগুলো চুরি হযেছে এগুলো দুই থেকে তিন বছরের পুরনো কবর।
×