ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৭ ক্যাটাগরিতে এ্যাগ্রো এ্যাওয়ার্ড দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড

প্রকাশিত: ০৪:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

৭ ক্যাটাগরিতে এ্যাগ্রো এ্যাওয়ার্ড দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড

কৃষি খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ এবার সাতটি ক্যাটাগারিতে এ্যাগ্রো এ্যাওয়ার্ড দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংকটির হেড অব কর্পোরেট এ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরী এ কথা জানান। তিনি জানান, এ নিয়ে তৃতীয়বারের মতো এ পুরস্কার প্রদান করা হচ্ছে। এবার সেরা উদ্ভাবন ও গবেষণা সহযোগী প্রতিষ্ঠান, সেরা সহায়তা ও বাস্তবায়ন সহযোগী সংগঠন, কৃষি খাতের প্রযুক্তির সেরা ব্যবহার, সেরা কৃষিপণ্য রফতানিকারক, সেরা পুরুষ কৃষক, সেরা নারী কৃষক এবং বছরের সেরা কৃষককে (সাবসিস্ট্যান্স মার্কেট ফার্মার গ্রুপ) পুরস্কৃত করা হবে। বিটপী জানান, পুরস্কার বিজয়ীদের একটি ক্রেস্টসহ ৫ লাখ টাকার প্রাইজমানি দেয়া হবে। এ ছাড়া প্রত্যেক ক্যাটাগরি বা শ্রেণীতে একজনকে বিশেষ মনোনয়ন হিসেবে ৫০ হাজার টাকা সম্মানী দেয়া হবে। -অর্থনৈতিক রিপোর্টার আর্থিক খাতের তথ্য সেবার নিরাপত্তায় টেমেনোস ব্যাংকিং ও আর্থিক খাতের তথ্য সেবার নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রা শুরু করেছে টেমেনোস। এটি আন্তর্জাতিক ‘ফট্রেস ডাটা সার্ভিস’ (এফডিএস) বাংলাদেশের সঙ্গে অংশীদার ভিত্তিতে কাজ করবে। এ অংশীদারিত্ব বাংলাদেশে টেমেনোসের বিক্রি, গ্রাহকদের নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ের পুঁজি বাড়াতে সহায়ক হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব কথা জানানো হয়। টেমেনোসের এশিয়া প্যাসেফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মার্টিন ফ্রিক বলেন, এশিয়া প্যাসেফিক অঞ্চলের মধ্যে বাংলাদেশ টেমেনোসের জন্য একটি গুরুত্বপুর্ণ বাজার। এফডিএসের কয়েক দশকের যে অভিজ্ঞতা, তা কাজে লাগিয়ে বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং অগ্রগতি বাড়াতে এফডিএসের সংঙ্গে আমাদের এই অংশীদারিত্ব কাজে আসবে। -অর্থনৈতিক রিপোর্টার
×