ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উত্তরা থেকে অপহৃত শিশু উদ্ধার

প্রকাশিত: ০৮:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

উত্তরা থেকে অপহৃত শিশু উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ ডিবি পুলিশের পৃথক অভিযানে রাজধানীর উত্তরা থেকে অপহৃত শিশু মোবারক উদ্ধারসহ অপহরণকারী চক্রের ২ সদস্য, ৫ ডাকাত, অজ্ঞানপার্টির ৫ সদস্য ও এক মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। গত বছরের ২৯ ডিসেম্বর রিক্সা-ভ্যানে করে ফল বিক্রেতা ফারুকের ৬ বছরের শিশু মোবারক উত্তরা ৯ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়ক থেকে অপহৃত হয়। অপহরণকারীরা মোবারকের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। শিশুটির পিতা বিকাশের মাধ্যমে প্রায় ১৮ হাজার টাকা অপহরণকারীদের কাছে পাঠায়। ঘটনার ৪০ দিন পর অপহৃত শিশুটির বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি হয়। মঙ্গলবার ডিবির মিডিয়া বিভাগে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা সাতটায় ডিবির একটি দল গাইবান্ধা থেকে মোঃ আব্দুল জব্বার ওরফে ঠা-ুকে গ্রেফতার করে। পরে ঠা-ুর স্ত্রী নাজমা আক্তারের হেফাজতে থাকা মোবারকতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা গ্রামের বাড়ি থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
×