ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাশকতার দুই মামলায় মির্জা আব্বাসের জামিন

প্রকাশিত: ০৮:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

নাশকতার দুই মামলায় মির্জা আব্বাসের জামিন

স্টাফ রিপোর্টার ॥ নাশকতার দুই মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। পুরনো মামলা মুদ্রা পাচারের নতুন আইনে চালানোর বিষয়ে একটি ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রিট দায়ের করা হয়েছে। অবসরে যাওয়ার পরে সুপ্রীমকোর্টের বিচারপতিদের আইনজীবী হিসেবে প্র্যাকটিস বন্ধে হাইকোর্টে রিট করেছেন একজন আইনজীবী। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথকে আইনী (উকিল) নোটিস দিয়েছেন সুপ্রীমকোর্টের আইনজীবী। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। এদিকে ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুধু অনলাইনে মামলার কার্যতালিকা থাকার সিদ্ধান্ত নিলেও আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে আরও দেড় মাস পর্যন্ত কাগজের কজলিস্ট ছাপানো হবে। সুপ্রীমকোর্টসহ বিভিন্ন সরকারী দফতরে প্রেষণে বা নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণসহ বিভিন্ন বিষয়ে সুপ্রীমকোর্টের পরামর্শ আবশ্যিকভাবে গ্রহণ করে তা নিশ্চিত করতে বলা হয়েছে।
×