ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আল হেলাল বিশেষায়িত হাসপাতালসহ ৩ প্রতিষ্ঠানের ১৪ জন আটক, ১২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:১৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

আল হেলাল বিশেষায়িত হাসপাতালসহ ৩ প্রতিষ্ঠানের ১৪ জন আটক, ১২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ সেবা প্রদানের নামে প্রতারণার দায়ে রাজধানীর আল হেলাল স্পেশ্যালাইজড হাসপাতাল ও ডিজিল্যাব মেডিক্যাল সার্ভিসেস হাসপাতালসহ তিনটি সেবাদানকারী প্রতিষ্ঠানের ১৪ জনকে আটক করে প্রায় ১২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অভিযান চালায় র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। তাতে নেতৃত্ব দেন র‌্যাব-২ এর উপ-পরিচালক ড. মোঃ দিদারুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন, স^াস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ড. মোঃ শাহজাহান, আব্দুর রব ও ওষুধ প্রসাশনের তত্ত্বাবধায়ক মাহবুব হোসেন।
×