ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাবা-মার আত্মহত্যার হুমকি

হবিগঞ্জের নিখোঁজ ৪ স্কুলছাত্রের সন্ধান দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেবেন ডিআইজি

প্রকাশিত: ০৫:৪৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

হবিগঞ্জের নিখোঁজ ৪ স্কুলছাত্রের সন্ধান দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেবেন ডিআইজি

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি ॥ পুলিশ মরিয়া হয়ে মাঠে নেমেছে। চলছে সন্দেহজনক স্থানে সাঁড়াশি অভিযান। কিন্তু ৪ দিন পার হলেও হদিস মেলেনি বাহুবলের সুন্দ্রাটিকি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র জাকারিয়া শুভ, মনির মিয়া, তাজেল ও ইসমাইল মিয়ার। এমন পরিস্থিতিতে নিখোঁজ সন্তানদের অসহায় বাবা-মা পাগল প্রায়। তাদের বিলাপে এলাকার বাতাস ভারি হয়ে উঠছে। সন্তান উদ্ধার না হওয়ার জন্য পুলিশের উদাসীনতাকে দায়ী করে আত্মহত্যার হুমকি দিয়েছে স্ব স্ব সন্তানের বাবা-মা। অন্যদিকে গ্রামের প্রতিটি বাড়ি এবং বিদ্যালয়ে এখন বিরাজ করছে অপহরণ আতঙ্ক। এই কারণে স্কুলগুলোতে ছাত্র উপস্থিতির হার একেবারেই কমে গেছে। গোটা এলাকায় যেন এক ভীতিকর পরিস্থিতি আর চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে সোমবার দুপুরে সংশ্লিষ্ট গ্রাম পরিদর্শন ও নিখোঁজ সন্তানদের পরিবারের সঙ্গে কথা বলেছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া। এ সময় তার সঙ্গে ছিলেন হবিগঞ্জের এএসপি মাসুদুর রহমান মনির, ডিবির ওসি মোক্তাদির হোসেন ও সংশ্লিষ্ট থানার ওসি মোশারফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। ডিআইজি আক্কাছ উদ্দিন ওই অসহায় বাবা-মাকে সান্ত¡না দিয়ে যত দ্রুত সম্ভব তাদের সন্তানদের ফিরিয়ে দিতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমিও একজন বাবা। এমন সন্তান হারানো আমাকেও ব্যথা দেয়। সেই সঙ্গে অপহরণকারীদেরও কঠোর আইনের আওতায় এনে বিচারের মুখোমুখির কথা বলেন ডিআইজি। এ সময় পুলিশের পক্ষ থেকে ওই নিখোঁজ শিশুদের সন্ধানদাতাকে ২০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট গ্রাম ও উপজেলার সর্বত্র অপহৃত শিশুদের উদ্ধারে মাইকিং করে পুলিশ। এদিকে পৃথক একটি ঘটনায় অপর ৩ শিশু অপহরণের চেষ্টায় রবিবার ওই উপজেলার পুটিজুরী থেকে আটক সিএনজি চালককে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
×