ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলার গান প্রতিযোগিতার বাছাই পর্ব

প্রকাশিত: ০৩:৩৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

বাংলার গান প্রতিযোগিতার বাছাই পর্ব

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিশ্রুতিশীল লোকসঙ্গীত শিল্পীদের নিয়ে আড়ং ডেইরির উদ্যোগে চ্যানেল আইতে শুরু হয়েছে ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান ২০১৫’। আধুনিক ও পাশ্চাত্য সেসব চ্যানেল আই আড়ং ডেইরির সহযোগিতায় প্রথমবারের মতো শুরু হয়েছে বাংলার গান ২০১৫ লোকসঙ্গীতের প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে লোকসঙ্গীত আরও জনপ্রিয় এবং সমৃদ্ধ হবে। সারা দেশের আটটি বিভাগ থেকে হাজার হাজার প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখান থেকে বাংলার গান পেয়েছে ১২০ জন প্রতিযোগী। নির্বাচিত সবাইকে নিয়ে শুরু হয় তাদের দ্বিতীয় ধাপ। এরপর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৬৬ জনকে নির্বাচিত করা হয়। বাংলা গানের লোকসঙ্গীতের শাখায় আছে বাউল, ভা ারী, ভাটিয়ালী, ভাওয়াইয়া, ধামাইল, গজল, গম্ভীরা, জারী, সারী, কীর্তন, লালন, কবিগান, যাত্রাপালা, শ্যামাসঙ্গীত, হাসন রাজা ও লালন শাহের গান। প্রতিযোগিতাটির প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু। অনুষ্ঠানে প্রতিযোগীদের প্রশিক্ষক বিচারক জনপ্রিয় কম্পোজার ফুয়াদ নাসের বাবু, বাপ্পা মজুমদার ও রাহুল আনন্দ। এই সঙ্গীত তারকারা লোকসঙ্গীত গানের মূল সুরকে ঠিক রেখে ফিউশনের মাধ্যমে উপস্থাপনের জন্য প্রতিযোগীদের গ্রুমিং করছেন। আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান ২০১৫ প্রতিযোগিতাটি মোট ৩০টি পর্বে ধারণ করা হচ্ছে। এ প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্র্যাক ডেইরি এ্যান্ড ফুড এন্টারপ্রাইজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অপু মাহফুজ ও সিজিল মির্জা। পরিচালনা করছেন ইজাজ খান স্বপন। অনুষ্ঠানটি প্রচার হচ্ছে প্রতি সোমবার রাত ৭.৫০ মিনিটে এবং মঙ্গলবার বেলা ৩-০৫মিনিটে চ্যানেল আইতে।
×