ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধে জেলেদের ভর্তুকির বিষয়টি প্রক্রিয়াধীন

প্রকাশিত: ০৮:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধে জেলেদের ভর্তুকির বিষয়টি প্রক্রিয়াধীন

সংসদ রিপোর্টার ॥ ইলিশ প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধে ইলিশ জেলেদের সরকারের ভতুর্কির আওতায় নিয়ে আসতে সরকারের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংসদে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। রবিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, জেলেদের আর্থিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে জাটকা এলাকায় বিগত সময়ের চেয়ে বৃদ্ধি পেয়ে ২৫ জেলার ১১২টি উপজেলায় বিস্তৃত হয়েছে। পাশাপাশি সহায়তাপ্রাপ্ত জাটকা জেলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী জানান, চলতি ২০১৫-২০১৬ অর্থবছরে ৩ লাখ ৮৪ হাজার ৪৬২ জেলেকে পরিবার প্রতি প্রত্যেক মাসে ৮০ কেজি হিসেবে ৫ মাসের জন্য ১ লাখ ৫৩ হাজার ৭৮৪ দশমিক ৮০ মেট্রিক টন খাদ্য সহায়তা এবং পরিবার প্রতি মাসিক এক হাজার টাকা হিসেবে ৫ মাসের জন্য ১৯২ কোটি টাকা ২৩ লাখ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আগামী ইলিশ প্রজনন মৌসুমে জাটকা আহরণে জেলেদের অনুৎসাহিত করতে মন্ত্রণালয়ের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, চলতি বছরে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা বন্ধের লক্ষ্যে ওই সময় ১ মাস দরিদ্র সকল জেলেকে ৮০ কেজি হারে ৩ লাখ ৮৪ হাজার ৪৬২টি পরিবারকে ৩০ হাজার ৭৫৬ দশমিক ৯৬ মেট্রিক টন চাল এবং পরিবার প্রতি মাসিক এক হাজার টাকা হিসেবে ৩৮ কোটি ৪৪ লাখ ৬২ হাজার টাকা প্রদানের বিষয়টি প্রক্রিয়াধানী রয়েছে।
×