ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চুক্তি স্বাক্ষর

এবার এক লাখ এক হাজার ৭৫৮ বাংলাদেশী হজে যেতে পারবেন

প্রকাশিত: ০৮:০০, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

এবার এক লাখ এক হাজার ৭৫৮ বাংলাদেশী হজে যেতে পারবেন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে হজ পালনের চুক্তির স্বাক্ষর হয়েছে। চুক্তি মতে এবার বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালনের সুযোগ পাবেন। গত বছরও একই সংখ্যক হজ প্রত্যাশীর বাংলাদেশ থেকে হজে যাওয়ার অনুমতি পেয়েছিল। রবিবার বাংলাদেশের ধর্ম বিষয়কমন্ত্রী মতিউর রহমান ও সৌদি হজমন্ত্রী ডাঃ বন্দর বিন মোহাম্মদ বিন হামজা হজ্জর নিজ নিজ দেশের সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুই দেশের মন্ত্রী পর্যায়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবার সরকারীভাবে হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন ৫ হাজার হজ প্রত্যাশী। ব্যক্তিগত তত্ত্বাবধানে হজে যেতে পারবেন ৯৬ হাজার ৭৫৮ জন। চুক্তি অনুযায়ী বাংলাদেশী হাজীদের সংখ্যা, হজযাত্রীদের সহায়তাকারী (মাহরাম বা বাহক), নিবন্ধন ও হজ এজেন্সি এবং দেশে তীর্থযাত্রীদের পাঠানোর ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলা বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানায়, সৌদি সরকার এ বছর একটি হজ এজেন্সির অধীনে ন্যূনতম ১৫০ হজ প্রত্যাশী পাঠানোর সিদ্ধান্ত হয়। এর আগে প্রতিটি এজেন্সির জন্য ন্যূনতম ৫০ হজ প্রত্যাশীর বিধান ছিল।
×