ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হেবরনে ইসরাইলী সেনার গুলিতে ফিলিস্তিনী কিশোরী নিহত

প্রকাশিত: ০৬:৩৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

হেবরনে ইসরাইলী সেনার  গুলিতে ফিলিস্তিনী  কিশোরী নিহত

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের একটি মসজিদের কাছে শনিবার ১৭ বছর বয়সী এক কিশোরীকে গুলি করে হত্যা করেছে ইসরাইলী সেনারা। ইসরাইলী সেনাবাহিনীর দাবি, ওই কিশোরী এক সেনা সদস্যকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল। ফিলিস্তিনী স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করে জানিয়েছে, নিহত ১৭ বছরের ওই কিশোরীর নাম কিলজার মোহাম্মদ আবদুল হালিম আল-ওয়াইবি। এক বিবৃতিতে ওই সেনা বলেছে, ওই কিশোরী এক সেনাকে ছুরিকাঘাতের চেষ্টা করেছে। তবে স্থানীয় গণমাধ্যমে ওই কিশোরীর বয়স ১৬ বলে জানানো হয়েছে। আল-জাজিরা জানিয়েছে, যে স্থানটিতে ওই কিশোরীকে হত্যা করা হয়েছে ,তা একইসঙ্গে মুসলিম ও ইহুদীদের কাছে ধর্মীয় স্থান বলে বিবেচিত। ইহুদীদের কাছে এটি কেভ অব দ্য প্যাট্রিয়ার্কস আর মুসলমানদের কাছে এটি ইব্রাহিমি মসজিদ বলে পরিচিত। হেবরন শহরে প্রায়ই ইসরাইলী-ফিলিস্তিনী সংঘর্ষ হয়। খবর আল-জাজিরার।
×