ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা, সি আর সেভেনের প্রশংসায় কোচ জিনেদিন জিদান, রিয়াল মাদ্রিদ ৪-২ এ্যাথলেটিক বিলবাও

রোনাল্ডোর জোড়ায় রিয়ালের জয়

প্রকাশিত: ০৫:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

রোনাল্ডোর জোড়ায় রিয়ালের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নৈপুণ্যে স্প্যানিশ লা লিগায় সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল ৪-২ গোলে পরাজিত করে এ্যাথলেটিক বিলবাওকে। গ্যালাক্টিকোদের হয়ে জোড়া গোল করেন সাবেক ফিফা সেরা তারকা রোনাল্ডো। বাকি গোল দুটি করেন ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী কলম্বিয়ান তারকা জেমস রড্রিগুয়েজ ও বিশ্বকাপজয়ী জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। এই নিয়ে টানা তিন ম্যাচে জয় পেল রিয়াল। দাপুটে জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিনেদিন জিদানের দল। ২৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট। রবিবার রাতে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ গেটাফেকে হারাতে পারলে অবশ্য আবার তৃতীয় স্থানে নেমে যেতে হবে রিয়ালকে। ২৩ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে আছে এ্যাটলেটিকো। বর্তমান শিরোপাজয়ী বার্সিলোনা অবশ্য রিয়ালের চেয়ে দুই ম্যাচ কম খেলেই ধরে রেখেছে শীর্ষস্থান। ২২ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৫৪ পয়েন্ট। গত রাতে জয় পেলে কাতালানরা আরও এগিয়ে যাবে। ম্যাচে জোড়া গোল করে রোনাল্ডো আবারও উঠে এসেছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষস্থানে। স্প্যানিশ লীগে এখন পর্যন্ত ২১ গোল করে সবার ওপরে আছেন এই পর্তুগীজ তারকা। ২০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বার্সিলোনার স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বার্সার আরেক তারকা নেইমার আছেন চতুর্থ স্থানে। ব্রাজিরিয়ান অধিনায়ক করেছেন ১৬ গোল। ইনজুরির কারণে বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন এ সময়ের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। ফিফা সেরা তারকা এবারের লা লিগায় করেছেন ১২ গোল। ঘরের মাঠে শুরু থেকেই অতিথি বিলবাওয়ের ওপর চড়াও হয়ে খেলতে থাকে রিয়াল। ঘরের মাঠে গত সাত ম্যাচে ৪১ গোল করার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে জিদানের দল। ম্যাচের তৃতীয় মিনিটে করিম বেনজেমার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সে ঢুকে বাঁ পায়ের টোকায় এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। শুরুতেই এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি রিয়ালের। সাত মিনিট বাদেই রাফায়েল ভারানের ভুলে সমতায় ফেরে বিলবাও। গোলরক্ষককে বল বাড়িয়েছিলেন ফরাসী এই ডিফেন্ডার। কেইলর নাভাস তা বিপদমুক্ত করার সুযোগ পাননি। ছুটে এসে সহজেই বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার জ্যাভিেেয়র এ্যারাসো। ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় অতিথিরা। কিন্তু স্প্যানিশ ফরোয়ার্ড আরিটজ আডুরিসের শট ক্রসবারে লাগলে বেঁচে যায় স্বাগতিকরা। ম্যাচের ৩৭ মিনিটে জেমস রড্রিগুয়েজের দারুণ এক গোলে ফের এগিয়ে যায় রিয়াল। ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন তিনি। বিরতির ঠিক আগে স্কোরলাইন ৩-১ করে জয় প্রায় নিশ্চিত করেন টনি ক্রুস। রোনাল্ডোর পাস নিয়ন্ত্রণে নিয়ে দৃষ্টিনন্দন শটে গোল করেন তিনি। বিরতির পর দু’দলের আক্রমণ পাল্টাআক্রমণে ম্যাচ উপভোগ্য হয়ে উঠে। ৮৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ভারানে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। এতে অবশ্য দলটির জয়ের পথে কোন বাধা হয়নি। এর চার মিনিট পর নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৪-১ করে রিয়ালের সহজ জয় নিশ্চিত করেন রোনাল্ডো। ম্যাচের শেষ মিনিটে দারুণ হেডে গোল করে বিলবাওয়ের হারের ব্যবধান কমান স্পেনের মিডফিল্ডার এলুসটোন্ডো উর্কিয়োলা। ম্যাচ শেষে রিয়াল কোচ জিনেদিন জিদান রোনাল্ডোর উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, আমাদের জন্য ক্রিশ্চিয়ানো সবসময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে একাই পারে ম্যাচের গতিপ্রকৃতি পাল্টে দিতে। দুর্দান্ত খেলেছে সে। আশা করছি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। জিদান চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বের ম্যাচ নিয়েও কথা বলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা রোমার বিপক্ষে খেলতে পুরোপুরি প্রস্তুত।
×