ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

র‌্যাবের হাতে ভুয়া সেনা কর্মকর্তা আটক

প্রকাশিত: ০৫:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

র‌্যাবের হাতে ভুয়া সেনা কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাব অফিসের সামনে দাঁড়িয়ে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণার দায়ে আটক করা হয়েছে এক যুবককে। তার নাম আমিনুল ইসলাম। র‌্যাব-৩ রবিবার দুপুরে তাকে টিকাটুলি অফিসের সামনে আটক করে। জানা যায়, দীর্ঘদিন ধরেই আমিনুল র‌্যাব অফিসে চাকরি দেয়ার আশ্বাসে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। এমন অভিযোগ র‌্যাব-৩ অফিসেও আসে। তারপর রবিবার ফাঁদ পাতা হয় টিকাটুলি অফিসের পাশেই। চাকরি প্রত্যাশী এক ভিকটিম নিজে র‌্যাব অফিসে গিয়ে অভিযোগ করার পর আমিনুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় সেনাবাহিনীর একটি ভুয়া পরিচয়পত্র, দুটো ইউনিফর্ম ও কিছু কাগজপত্র। এ বিষয়ে র‌্যাব-৩-এর মেজর কবির জানান, আমিনুল ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তার বাড়ি কুড়িগ্রামে। ধরা পড়ার পর তিনি ওই ভিকটিমের সঙ্গে একটি বিষয়ে ভুল বুঝাবুঝি হয়েছিল বলে দাবি করেন।
×