ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:৩৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩৫. নিমগাছের বাহ্যিক উপকারিতা প্রকাশ করে- র. আত্মত্যাগ রর. দায়বদ্ধতা ররর. অসহায়ত্ব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. ‘দেশের এই বিরূপ পরিস্থিতিতে কোন ছাত্রের উচিত নয় স্কুলে যাওয়া।’ লেখিকার এই ভাবনা একধরনের- র. প্রতিবাদ রর. দেশপ্রেম ররর. পলায়নপর মনোভাব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. মমতাদির বরের চাকরি হওয়ার পরও তাকে খুশি হতে দেখা যায়নি। বিষয়টির অভ্যন্তরে যে প্রকৃত সত্য লুকিয়ে ছিল তা হলো- র. শারীরিকভাবে নির্যাতন করে রর. তার স্বামী তাকে ভারোবাসে না ররর. অন্যের বাড়িতে কাজ করতে বাধ্য করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৮. অভাগী রসিক দুলের পায়ের ধুলা চাইল কেন? ক) স্বর্গবাসী হওয়ার জন্য খ) পবিত্র হওয়ার জন্য গ) শ্রদ্ধাবশত ঘ) কোন কারণ ছাড়াই ৩৯. ‘কি জাতের ছেলে তুই? বাক্যটিতে ‘জাত’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? র. বংশপরিচয় রর. শিক্ষাগত যোগ্যতা ররর. ধর্মীয় পরিচয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) রর ও ররর ৪০. হরিহর বাড়ি এসে শুনল-অপু- ক) খেলছে খ) বসে আছে গ) দাঁড়িয়ে আছে ঘ) ঘুমুচ্ছে ৪১. হযরত মুহম্মদ (স.) এর রূপ, গুণ ও সততা কাকে আকর্ষণ করেছিল? ক) বিবি আয়েশাকে খ) বিবি খাদিজাকে গ) বিবি উম্মে হানীকে ঘ) হযরত ওমরকে ৪২. ত-ুল বলতে কী বোঝ? ক) ডাল খ) তেল গ) নুন ঘ) চাল ৪৩. রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গাব্দের কত তারিখে জন্মগ্রহণ করেন? ক) ২৫ শে বৈশাখ, ১২৬৮ খ) ২২শে শ্রাবণ, ১২৬৮ গ) ২৯ শে ভাদ্র, ১২৬৮ ঘ) ২৬ শে আষাঢ়, ১২৬৮ ৪৪. আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের ওপর - ক) বই স্পর্শ করে না খ) দুর্নীতি করে না গ) ঘুষ খায় না ঘ) রাজনীতি করে না ৪৫. মোহাম্মদ ওয়াজেদ আলী কলকাতা বঙ্গবাসী কলেজে পড়ার সময় কোন আন্দোলনে যোগ দেন? ক) অসহযোগ আন্দোলন খ) ফরায়েজি আন্দোলন গ) ভাষা আন্দোলন ঘ) তেভাগা আন্দোলন ৪৬. সে সংস্কার নিরূপমার মনে বদ্ধমূল হচ্ছিল- র. সে পরের ঘরের দাস-দাসী রর. সে বাস করছে কর্তাগৃহিণীদের অনুগ্রহের ওপর ররর. সে আর কখনো বাপের বাড়ি যেতে পারবে না নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৭. মোতাহের হোসেন চৌধুরীর মতে, শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিই শ্রেষ্ঠ। এই অপ্রয়োজনীয় দিকের কাজ কী? র. মানুষের ক্ষুৎপিপাসার নিবারণ করা রর. জীবনকে উপভোগ করতে শেখানো ররর. মানুষকে মনুষ্যত্বের দ্বারে পৌঁছে দেয়া নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৮. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে শিক্ষার কয়টি দিকের কথা উল্লেখ আছে? ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি অনুচ্ছেদটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও : ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ ৪৯. দেশ, জনগোষ্ঠী ও সংস্কৃতিতে নববর্ষ উদ্যাপনের তারতম্য ঘটে- র. রীতি-প্রকৃতিতে রর. চেতনা-আদর্শে ররর. পদ্ধতি-প্রকরণে নিচের কোনটি সঠিক? ক) আমাকে স্বাধীনতা বলে ডাকবি খ) আমাকে য্দ্ধু বলে ডাকবি গ) আমাকে বঙ্গবন্ধু বলে ডাকবি ঘ) আমাকে কাকতাড়ুয়া বলে ডাকবি ৫০. নিরূপমার চিতায় কোন কাঠ ব্যবহার করা হয়েছিল? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ৩৫. (ঘ) ৩৬. (ক) ৩৭. (ক) ৩৮. (ক) ৩৯. (ক) ৪০. (ঘ) ৪১. (খ) ৪২. (ঘ) ৪৩. (ক) ৪৪. (ক) ৪৫. (ক) ৪৬. (ক) ৪৭. (খ) ৪৮. (খ) ৪৯. (গ) ৫০. (খ)
×