ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দয়াময়ী মেলা

প্রকাশিত: ০৪:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

দয়াময়ী মেলা

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার সুতাবাড়িয়া নদীর তীরে আড়াই শ’ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে দয়াময়ী মেলা। তৎকালীন জমিদাররা এ মেলার প্রচলন করেছিলেন। ঐতিহ্যের হাত ধরে রবিবার সাড়ম্বরে মেলা অনুষ্ঠিত হয়। সকাল থেকে মেলার মাঠে নামে মানুষের ঢল, যা গভীর রাত পর্যন্ত অব্যাহত থাকে। একদিনের এ মেলার বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন মেলা উপলক্ষে সুতাবাড়িয়াসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের মহিলারা বাবার বাড়ি নাইওর আসে।
×