ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে স্বামী হত্যার বিচার দাবি

প্রকাশিত: ০৪:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

গোপালগঞ্জে স্বামী হত্যার বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৪ ফেব্রুয়ারি ॥ নিহত দিনমজুর ফতেহ আলী সিকদারের স্ত্রী ৬ সন্তান নিয়ে পথে বসেছে। প্রতিপক্ষের হুমকি-ধমকিতে দিশেহারা হয়ে পড়েছে নিরীহ পরিবারটি। প্রতিপক্ষের প্রভাব ও প্রতিপত্তির ঝন্্ঝনানিতে পুলিশও এব্যাপারে উদাসীন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী ওই পরিবারসহ প্রতিবেশী ও। স্থানীয়রা তারা ফতেহ আলী হত্যার বিচার দাবি করেছে। রবিবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর গ্রামের পূর্ব-পাড়ায় ফতেহ আলীর বসতবাড়ির আঙ্গিনায় সংবাদ-সম্মেলন করে এ ঘটনায় মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে তার স্ত্রী আতেকা বেগম ও সন্তানরা। সংবাদ-সম্মেলনে আতেকা বেগম বলেন, বাড়ী-সংলগ্ন যৌথ-মালিকানাধীন পুকুরের মাছ চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে তার স্বামী ফতেহ আলীকে হত্যা করা হয়েছে। গত ৩১ জানুয়ারি বেলা ১১টার দিকে মাছ চুরির অজুহাত তুলে প্রতিবেশী ওমর আলী শেখ, এস্কেন শেখ, আওলাদ শেখ ও ননীক্ষীর ইউনিয়ন বিএনপি-নেতা লিটন শেখসহ ১৫-১৬ জনের সংঘবদ্ধ দল বাড়িতে হামলা চালিয়ে তার স্বামীকে গামছা দিয়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে দু’কানে ও মাথাসহ সারা শরীরে বেধড়ক মারপিট করে। এ সময় তার ভাইপো শহীদ ঠেকাতে এলে তাকেও তারা ব্যাপক মারপিট করে।
×