ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক  অবরোধ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১৪ ফেব্রুয়ারি ॥ সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহতের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। এতে উভয় পাশে কয়েক শতাধিক যানবাহন আটকে পড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কলেজ ছুটির পর প্রথম বর্ষের মেধাবী ছাত্রী মাহমুদা আক্তার ও রোকেয়া আক্তার রাস্তা পারাপারের সময় বেপোরোয়া গতিতে আসা একটি ট্রাক ইউ টার্ন নিতে যেয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মাহমুদা আক্তার নিহত হয়। ওই সময় মারাত্মকভাবে রোকেয়া আক্তারকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়। রবিবার ওই ছাত্রীর মৃত্যুর সংবাদ কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে।
×