ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুলিশের ফুল বিতরণ

প্রকাশিত: ০৪:২৬, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

পুলিশের ফুল বিতরণ

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস জানায়, বিশ্ব ভালবাসা দিবসে রবিবার চট্টগ্রামে পরিবহন চালক, যাত্রী, পথচারী ও সাধারণ মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে পুলিশ সদস্যদের দেখা যায় ফুল হাতে। ‘ঘৃণা নয়, ভালবাসা’ এই বার্তা পৌঁছে দিতেই সিএমপির এ উদ্যোগ। ভালবাসা দিবসে সিএমপি কমিশনার আবদুল জলিল ম-ল নিজেই ফুল বিতরণ করেন। তাঁর সঙ্গে ছিলেন উর্ধতন কর্মকর্তাগণ। এছাড়া সিএমপির সকল থানার পক্ষ থেকেই ছিল এ আয়োজন। সিএমপি সূত্রে জানানো হয়, মানুষের মাঝে ভালবাসা ছড়িয়ে দিতে এবং ভালবাসাময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে নগর পুলিশ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে। এ দিবস উপলক্ষে প্রতিটি থানায় আগত সেবা প্রত্যাশীদেরও ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়া ট্রাফিক পুলিশ বিভিন্ন মোড়ে পথচারী ও গাড়ি ব্যবহারকারীদের মাঝে ফুল বিতরণ করে। নগরীর জিইসি মোড় ও নিউমার্কেট মোড়ে পুলিশ কমিশনার আবদুল জলিল ম-ল পথচারী ও গাড়ি চালকদের মাঝে ফুল বিতরণ করেন। তিনি হিংসা, বিদ্বেষ, ঘৃণা ভুলে ভালবাসার বন্ধন সৃষ্টির জন্য সকলের প্রতি আহ্বান জানান। ভালবাসার এই নিদর্শনে নগরবাসী পুলিশকে আরও কাছের বন্ধু হিসেবে বিবেচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
×