ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাবির আইন বিভাগ ক্লাস না করায় পরীক্ষার অনুমতি মেলেনি শতাধিক শিক্ষার্থীর

প্রকাশিত: ০৪:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

রাবির আইন বিভাগ  ক্লাস না করায় পরীক্ষার অনুমতি মেলেনি শতাধিক শিক্ষার্থীর

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের শতাধিক শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়া হচ্ছে না। এতে দুই বর্ষের শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। রবিবার দুপুর থেকে বিভাগের সামনে অবস্থান কর্মসূচী পালন করছেন তারা। বিভাগ সূত্রে জানা যায়, সোমবার থেকে আইন বিভাগের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে। কিন্তু ওই বর্ষের ১২৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫৯ জন শিক্ষার্থীকে প্রয়োজনীয় ক্লাস উপস্থিতি না থাকার অভিযোগে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয় হচ্ছে না। তাদের পুনরায় প্রথম বর্ষে ভর্তি হয়ে ক্লাস করতে বলা হয়েছে। একই কারণে আগামী ১৫ মার্চে অনুষ্ঠিতব্য দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না ওই বর্ষের অন্তত ৪৫ জন শিক্ষার্থী। রবিবার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে আইন বিভাগের সভাপতির কক্ষের বাইরে অবস্থান নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবি করেন। এ ব্যাপারে বিভাগের সভাপতি আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এর আগে যাই হয়ে থাক না কেন আমি দায়িত্বে থাকাকালে নিয়মের বাইরে গিয়ে কিছু করার কোন সুযোগ নেই।
×