ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুসলিম বিশ্বের সঙ্কট পরিত্রাণের উপায় সুন্নত অনুসরণ ॥ ছারছীনা পীর

প্রকাশিত: ০৭:২৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

মুসলিম বিশ্বের সঙ্কট পরিত্রাণের উপায় সুন্নত অনুসরণ ॥ ছারছীনা পীর

বর্তমান মুসলিম বিশ্বের অনৈক্য ও বিভেদের মূল কারণ হলো মুসলিমদের ব্যক্তি জীবনে শরীয়ত-তরীকত, সুন্নতের অনুসরণ নেই। মুসলিম উম্মাহকে ফের মর্যাদার আসনে পৌঁছতে হলে সুন্নত-তরীকা অনুযায়ী আমল করতে হবে। শুক্রবার বাদ জুমা মুন্সীগঞ্জের শ্রীনগর থানার কামারখোলা খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে আয়োজিত এক মাহফিলের মোনাজাত অনুষ্ঠানের আগে ছারছীনা দরবারের পীর আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ এ কথা বলেছেন। তিনি আরও বলেন, মুসলমানরা ছিল শ্রেষ্ঠ জাতি। মূল কারণ ছিল মুসলমানরা শরীয়ত-তরিকত, সুন্নতের ব্যাপারে সদা অবিচল ছিল। শুক্রবারের মাহফিলে উপস্থিত ছিলেন ছারছীনা পীরের বড় ছেলে হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন, ঢাবি শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন, শ্রীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন খান। -বিজ্ঞপ্তি মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল যথাযোগ্য মর্যাদায় শনিবার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সংসদ ভবনে সংগঠনের পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর সূচনা করা হয়। সকাল ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল (অব) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম। বেলা সাড়ে ১১টায় জাতির জনক বঙ্গবন্ধুর ধানম-ির ৩২ নং ভবনে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পর্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব) হেলাল মোর্শেদ খান বীরবিক্রম, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা, মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন, মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) মোঃ শাহ আলম খান, যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান আরজু, সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক, ওসমান গনি ও এসএম মুজিবর রহমান, সম্পাদক ম-লীর সদস্য মুন্সী নজরুল ইসলাম ও ড. মোঃ ফজলে আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। =বিজ্ঞপ্তি
×