ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪২, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২৪. ঢ়ঐ মান- র. ৭ এর সমান হলে দ্রবণ নিরপেক্ষ রর. ৭ এর কম হলে দ্রবণ ক্ষারীয় ররর. ৭ এর বেশি হলে দ্রবণ এসিডীয় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) র, রর ও ররর ২৫. তুলার আঁশ- র. সুতি বস্ত্র তৈরিতে ব্যবহার করা হয় রর. অণুবীক্ষণ যন্ত্রের নিচে আনলে নলের মতো দেখায় ররর. উৎপন্ন বস্ত্র গরমের দিনে ব্যবহার অনুপযোগী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৬. জেনোফেন প্রমাণ করেন- র. অতীত ও বর্তমান যুগের জীবদেহের গঠনে যথেষ্ট পার্থক্য রয়েছে রর. একটি শ্রেণীর অপর শ্রেণী থেকে উন্নত ররর. জীবদেহের আকার অপরিবর্তনীয় নয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৭. দুইটি জীবের মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তাকে কী বলে? ক) প্রকরণ খ) বিবর্তন গ) আবর্তন ঘ) অভিব্যক্তি ২৮. লৌহের উদ্ভিজ উৎস- র. ফুলকপির পাতা, নটেশাক রর.নিমপাতা, কাচাকলা, ডুমুর ররর. ছোলা, গাছের ডগা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৯. কোনটি বিপাক ক্রিয়ার উৎসেচকের সঙ্গে কো-এনজাইম হিসেবে কাজ করে? ক) খনিজ লবণ খ) ভিটামিন গ) শর্করা ঘ) প্রোটিন ৩০. কত সালে জাতিসংঘের সাধারণ সভায় পানি ব্যবহারের চুক্তি স্বাক্ষরিত হয়? ক) ১৯৭৩ খ) ১৯৮৫ গ) ১৯৯৫ ঘ) ১৯৯৭ ৩১. অবতল লেন্সের চশমা চোখের কোন ধরনের ত্রুটিতে ব্যবহার করা হয়? ক) বিষম দৃষ্টি খ) দীর্ঘ দৃষ্টি গ) হ্রস্ব দৃষ্টি ঘ) বার্ধক্য দৃষ্টি ৩২. নদীতে লঞ্চ, স্টিমারের আটকে পড়ার কারণ কী? ক) নাব্য হ্রাস খ) নাব্য বৃদ্ধি গ) নদীর গভীরতা ঘ) কোনটিই নয় ৩৩. অনেকগুলো কটন লিন্ট একত্রে বেঁধে করা হয়? ক) সুতা খ) দড়ি গ) কাপড় ঘ) বেল ৩৪. পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ঠিক রাখে কোনটি? ক) জলজ উদ্ভিদ খ) জলজ প্রাণী গ) স্থলজ উদ্ভিদ ঘ) স্থলজ প্রাণী ৩৫. জীবের জীবনীশক্তি যোগান দেয়- র. গ্লুকোজ রর. খনিজ লবণ ররর. ভিটামিন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. ধাতুর জৈব লবণে বিদ্যমান- র. আয়োডিন রর. ক্যালসিয়াম ররর. পটাসিয়াম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. আব্বাস বাসা-বাড়িতে সহজে ও কম খরচে পানি বিশুদ্ধ করতে চায়। এক্ষেত্রে গ্রহণ করতে হবে- র. ১৫-২০ মিনিট পানি স্ফুটন করলে পানি জীবাণুমুক্ত হয় রর. পানি পাওয়া ব্যয়বহুল ররর. সহজে ও সাশ্রয়ী মূল্য খাবার পানি পাওয়া যায় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৮. সমুদ্রে পানি পানযোগ্য নয় কেন? ক) প্রচুর জীবাণু থাকে খ) বিষাক্ত পদার্থ বিদ্যমান গ) প্রচুর লবণ থাকে ঘ) এটি স্বাদহীন ৩৯. পিটি মাটির বৈশিষ্ট্য- র. জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে রর. পানি ধারণক্ষমতা সবচেয়ে বেশি ররর. খনিজ পদার্থের পরিমাণ অনেক বেশি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪০. স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে আলো গমন করে- ক) আঁকাবাঁকা পথে খ) সরল পথে গ) উঁচু নিচু পথে ঘ) বন্ধুর পথে ৪১. প্রতি ১০০ গ্রাম ইলিশ মাছে প্রোটিনের পরিমাণ কত? ক) ২৮.৮ গ্রাম খ) ২১.৮ গ্রাম গ) ২৫.৯ গ্রাম ঘ) ১৯.১ গ্রাম ৪২. প্রাকৃতিক পলিমার- র. মেলামাইন রর. রাবার ররর. সিল্ক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. তেজস্ক্রিয় পদার্থ জলজ উদ্ভিদ ও প্রাণীর কোন রোগ সৃষ্টি করে? ক) ডায়রিয়া খ) শ্বাসকষ্ট গ) আমাশয় ঘ) ক্যান্সার ৪৪. মিলির বাবার ডায়াবেটিস রোগ আছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে তাঁকে করতে হবে- র. খাদ্য নিয়ন্ত্রণ রর. ওষুধ সেবন ররর. জীবন শৃঙ্খলা মেনে চলা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৫. ধাতব তন্তুকে কি ধরনের তন্তু বলে? ক) প্রাণিজ খ) উদ্ভিদ গ) খনিজ ঘ) সেলুলোজিক ৪৬. কোন তন্তু হালকা ও অধিকতর উষ্ণ? ক) রেশম খ) নাইলন গ) টেফলন ঘ) পলিস্টার ৪৭. খউখ-এর পূর্ণ রূপ- ক) Lwo Density Liporprotein খ) Lwo Density Lipid গ) Lwo Density Liquid ঘ) Long Distance Lipid সঠিক উত্তর ২৪. (ঘ) ২৫. (ক) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (ক) ২৯. (খ) ৩০. (ঘ) ৩১. (গ) ৩২. (ক) ৩৩. (ঘ) ৩৪. (ক) ৩৫. (ঘ) ৩৬. (গ) ৩৭. (ক) ৩৮. (গ) ৩৯. (ক) ৪০. (খ) ৪১. (খ) ৪২. (গ) ৪৩. (ঘ) ৪৪. (ঘ) ৪৫. (গ) ৪৬. (ক) ৪৭. (ক)
×