ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কবি কায়সুল হক আর নেই

প্রকাশিত: ০৬:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

কবি কায়সুল হক আর নেই

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের অন্যতম প্রথিতযশা কবি কায়সুল হক আর নেই। তিনি শনিবার সকাল সাড়ে সাতটায় কান্সারসহ ফুসফুসের আইএলডি রোগে আক্রান্ত হয়ে বারিধারার উপশম হেলথ পয়েন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। কায়সুল হকের মৃত্যুতে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুরসহ সাহিত্য অঙ্গনের মানুষেরা শোক জানিয়েছেন। প্রাতিষ্ঠানিকভাবে শোক জানিয়েছে বাংলা একাডেমি। ১৯৩৩ সালের ২৯ মার্চ কবি কায়সুল হক অবিভক্ত বাংলার মালদহ জেলায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম দবিরউদ্দিন আহমদ ও মাতার নাম জিন্নাতুননেসা। তার পৈত্রিক নিবাস রংপুর। তার শৈশব, কৈশোর ও যৌবন রংপুরে অতিবাহিত হয়েছে। কর্মজীবন কাটে ঢাকায়। সাত ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সকলের বড়। তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন তিনি। ১৯৫০ সালে দৈনিক আজাদে তার কবিতা ‘আজ’ প্রথম প্রকাশিত হয়। পঞ্চাশের দশকের বিউটি বোর্ডিং সাহিত্যচক্রের অন্যতম সক্রিয় সদস্য ছিলেন তিনি। তার রচিত গ্রন্থগুলো হচ্ছে কবিতা- ‘শব্দের সাঁকো ও রবীন্দ্রনাথের নিরুপম বাগান’, প্রবন্ধ গ্রন্থ ‘আলোর দিকে যাত্রা’, ‘অনিন্দ্য চৈতন্য’, সম্পাদিত সাহিত্য পত্রিকা- অধুনা, সবার পত্রিকা, কালান্তর ও শৈলী। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. আসাদুজ্জামান সাহিত্য পুরস্কার ২০০০, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০০১ এবং ২০১৫ সালে সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার লাভ করেন।
×